• বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫, ১২:৩৩ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :
বাংলাদেশে নানা ভাবে আমাদের সমাজ, রাজনীতি দূষিত হয়েছে এই ধরণের সমস্যা সমাধানের জন্য থেরাপি দরকার ………. অধ্যাপক ড.হারুন রশীদ বাজিতপুর প্রেসক্লাবের ৫ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন, আহ্বায়ক রফিকুল ইসলাম ও সদস্য সচিব খলিলুর রহমান আগামী নির্বাচনে দাড়িপাল্লার পক্ষে জোয়ার সৃষ্টি হবে ……. চাকসু জিএস কিশোরগঞ্জে কৃষি বিভাগে কলম বিরতি কর্মসূচী অসহায় নারীর চায়ের দোকান জোরপূর্বক বন্ধ ও লুটপাটের অভিযোগ প্রভাবশালীর বিরুদ্ধে ভৈরব উদয়ন স্কুল আমলাপাড়া শাখায় হেমন্ত উৎসব আয়োজন ভৈরব উদয়ন স্কুল নিউটাউন শাখার স্টুডেন্টস্ প্রেজেন্টেশন-ডে আয়োজন ছিনতাইকারীকে অনুরোধ করে মোবাইল ফেরত নিলেন সাংবাদিক, টাকা খোয়ালেন ১৫ হাজার করিমগঞ্জে বিএনপি নেতার বউকে নিয়ে পালালেন যুবক ভৈরবে বিভিন্ন যানবাহনে জেলা বাস্তবায়ন চাই পতাকা সংযুক্ত কর্মসূচি

মানুষ ভাবে গরিবের বিচার নাই এ ধারণা একেবারে মিথ্যা নয় ………… সিনিয়র জেলা ও দায়রা জজ মুহাম্মদ নূরুল আমীন বিপ্লব

মানুষ ভাবে গরিবের বিচার নাই
এ ধারণা একেবারে মিথ্যা নয়
………… সিনিয়র জেলা ও দায়রা জজ নূরুল আমীন বিপ্লব

# মোস্তফা কামাল :-
কিশোরগঞ্জে জাতীয় আইনগত সহায়তা দিবস-২০২৫ কর্মসূচির আলোচনা সভায় সভাপতির বক্তৃতায় সিনিয়র জেলা ও দায়রা জজ মুহাম্মদ নূরুল আমীন বিপ্লব বলেছেন, সংখ্যাগরিষ্ঠ মানুষের ধারণা, বিচার ব্যবস্থা হচ্ছে মাকড়সার জালের মত। সেখান গরিব দুর্বল মানুষেরা ধরা পড়ে। যাদের শক্তি আছে, অর্থবিত্ত আছে, তারা ধরা পড়ে না। গরিবের বিচার নাই। মানুষের এই ধরণাকে একেবারে মিথ্যা বলা যাবে না। আর সেই ধারণা পাল্টাবার জন্যই সরকার লিগ্যাল এইড কার্যক্রম চালু করেছে। গরিব মানুষেরা সরকারি খরচে মামলা পরিচালনা করতে পারেন। প্যানেল আইনজীবীরা তাঁদের সহায়তা করে থাকেন। এই ব্যবস্থা যে সরকারই করুক না কেন, কোন সরকারই এর বিরোধিতা করে না।
‘দ্বন্দ্বে কোন আনন্দ নেই, আপস করো ভাই। লিগ্যাল এইড আছে পাশে, কোনো চিন্তা নাই’ প্রতিপাদ্যের ওপর আলোচনা করতে গিয়ে জেলা ও দায়রা জজ আরও বলেছেন, অনেক তুচ্ছ ঘটনায় মামলার উৎপত্তি হয়। খাবার সময় ঠাণ্ডা ভাত পরিবেশন, ছাগলে সবজির পাতা খেয়ে ফেলা, গায়ে ধাক্কা লাগাসহ অনেক তুচ্ছ ঘটনায়ও মামলার উৎপত্তি হয়ে যায়। অনেক মানুষই পরস্পর বিরোধের মধ্যে এক ধরনের আনন্দ উপভোগ করেন। সকালে গরু মেরে ভোজের আয়োজন করে বিকালে সংঘর্ষে লিপ্ত হন। এমনও দেখা গেছে, বাবা মামলা করেছিলেন, নিষ্পত্তি দেখে যেতে পারেননি। তাঁর ছেলে সেই মামলা চালিয়েছেন, নিষ্পত্তি দেখে যেতে পারেননি। নাতি এসে মামলা চালিয়ে নিষ্পত্তি দেখেছেন। এমন দীর্ঘসূত্রিতা যেন না হয়, সেই দিকে সবাইকে আন্তরিক হতে হবে। তবে অনেকেই বলেছেন, সরকার যে বিনামূল্যে গরিব মানুষের মামলা পরিচালনার ব্যবস্থা করেছে, সেটা অধিকাংশ মানুষই জানেন না। প্রচারের অভাব রয়েছে। অথচ প্রতিটি উপজেলা এবং ইউনিয়নে লিগ্যাল এইড কমিটি আছে। মানুষকে এ বিষয়টি জানাতে হবে।
আলোচনা সভায় জানানো হয়, ২০২৪ সালের জানুয়ারি থেকে চলতি বছরের মার্চ পর্যন্ত ১৫ মাসে কিশোরগঞ্জে আইনগত সহায়তা কমিটির মাধ্যমে মোট ৪৭২টি মামলা নিষ্পত্তি করা হয়েছে। ক্ষতিপূরণ আদায় করা হয়েছে এক কোটি ৭ লাখ ২৯ হাজার ৬ টাকা। আর বিনামূল্যে আইনগত সহায়তা পেয়েছেন দরিদ্র পরিবারের তিন হাজার ২৭৪ জন। এর মধ্যে অর্ধেকের নারী বেশি। আইনগত সহায়তা কমিটি কর্তৃক নিযুক্ত ৮৮৬ জন প্যানেল আইনজীবী উপকারভোগীদের আইনগত সহায়তা দিয়েছেন।
দিবসটি উপলক্ষে আজ ২৮ এপ্রিল সোমবার দুপুরে জেলা আইনগত সহায়তা কমিটির উদ্যোগে আদালত চত্বর থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা করা হয়। শোভাযাত্রা উদ্বোধন করেন জেলা আইনগত সহায়তা কমিটির চেয়ারম্যান সিনিয়র জেলা ও দায়রা জজ মুহাম্মদ নূরুল আমীন বিপ্লব। এরপর তাঁর সভাপতিত্বে আদালতের টেনিস গ্রাউন্ডে আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনাল-২ এর জেলা ও দায়রা জজ মাকসুদা পারভীন, জ্যেষ্ঠ বিচারিক হাকিম আল মামুন, অতিরিক্ত জেলা ও দায়রা জজ শাম্মী হাসিনা পারভীন, অতিরিক্ত পুলিশ সুপার মাহমুদুল ইসলাম তালুকদার, লিগ্যাল এইড কর্মকর্তা সিনিয়র সহকারী জজ নাসিমা তালুকদার মুনমুন, পিপি জালাল উদ্দিন, জেলা বারের সভাপতি শহিদুল আলম, সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম রতন, লিগ্যাল এইড কমিটির সমন্বয়ক অ্যাডভোকেট ভূপেন্দ্র ভৌমিক দোলন, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার কেএম মাহবুবুল আলম একজন উপকারভোগী কটিয়াদী উপজেলার দক্ষিণ লোহাজু—ি গ্রামের ফাতেমা আক্তার। স্বামী মারা যাবার পর ভাসুর বিদ্যুতের লাইন কেটে দিয়েছিলেন। লিগ্যাল এইড কমিটি মামলার মাধ্যমে বিদ্যুৎ সংযোগের ব্যবস্থা করে দিয়েছে। অনুষ্ঠানে প্যানেল আইনজীবীদের মধ্যে সাফল্যের স্বীকৃতি হিসেবে অ্যাডভোকেট শৈলেশ্বর চন্দ্র দাস, শাহীনূর কলি পপি ও হোসনে আরাকে ক্রেস্ট দিয়ে সম্মাননা জানানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *