# মিলাদ হোসেন অপু :-
স্বামীর পাওনা টাকা চাইতে গেলে এক গৃহবধূকে শরীরে তেল ঢেলে পুড়িয়ে হত্যার চেষ্টার অভিযোগ উঠেছে দুই সহোদরের বিরুদ্ধে। এ ঘটনায় ২৫ এপ্রিল শুক্রবার রাতে অভিযুক্ত শাকিল মিয়া (৪০) নামের এক ব্যক্তিকে ভৈরব বাজার মিষ্টি পট্টি এলাকা থেকে গ্রেপ্তার করেছে ভৈরব থানা পুলিশ। এ তথ্য নিশ্চিত করেছেন ভৈরব শহর ফাঁড়ি থানা পুলিশের এসআই নুরুল হুদা।
থানা পুলিশ সূত্রে জানা যায়, ২৩ এপ্রিল বুধবার দুপুরে ভৈরব বাজারে কাসেম স্টোর নামে একটি মুদি দোকানে আইরিন বেগম নামে এক গৃহবধূ তার স্বামী নুর আলম মিয়ার পাওনা টাকা চাইতে গেলে তাকে তেল ঢেলে হত্যার চেষ্টা করে প্রতিষ্ঠান মালিক দুই সহোদর শাকিল মিয়া (৪৩) ও আদিল মিয়া (৪০)। এ সময় স্থানীয়দের সহযোগিতায় কোন রকম প্রাণে বাঁচে ওই নারী। এ ঘটনায় ২৩ এপ্রিল বৃহস্পতিবার রাতে দুই সহোদর শাকিল মিয়া ও আদিল মিয়াকে আসামি করে ভৈরব থানায় মামলা করেছে ভুক্তভোগী গৃহবধূ আইরিন বেগম। অভিযুক্ত দুই সহোদর ভৈরব বাজার মিষ্টি পট্টি এলাকার আবুল কাসেম মিয়ার ছেলে। এ বিষয়ে অভিযোগকারী গৃহবধূর স্বামী নুর আলম মিয়া বলেন, আমার সাথে শাকিলের ব্যবসা ছিল দীর্ঘদিন। আমার পরিবারের সাথে তাদের পরিবারের সুসম্পর্ক ছিল। সেই সুবাদে আমি শাকিলকে ব্যবসার জন্য ৩ বছর আগে ১২ লক্ষ টাকা দেয়। টাকা দেয়ার পর আমি অসুস্থ হয়ে যায়। ব্যবসা থেকে সরে আসি। আমি পাওনা টাকা ফেরত চাইলে দেম দিচ্ছি করে ঘুরাচ্ছে। বুধবার আমাকে ১ লক্ষ টাকা দেয়ার কথা ছিল। আমি অসুস্থ থাকায় আমার স্ত্রী আইরিন বেগম টাকা চাইতে গেলে তার সাথে অসাধাচরণ করে। এসময় বাকবিতণ্ডার এক পর্যায়ে স্ত্রীকে সয়াবিন তেল ঢেলে আগুনে পুড়িয়ে মারতে চেষ্টা করে শাকিল ও তাঁর ভাই আদিল। আমি আমার পাওনা টাকা ফেরত পেতে ও আমার স্ত্রীকে হত্যার চেষ্টার বিচার পেতে ভৈরব থানার শরণাপন্ন হয়। আমার স্ত্রী আইরিন বেগম বাদী হয়ে থানায় মামলা দায়ের করে। আমি আমার টাকা ফেরত চাই। সেই সাথে আমার স্ত্রীকে হত্যার চেষ্টার বিচার চাই।
এ বিষয়ে অভিযুক্ত শাকিল মিয়ার পরিবারের সাথে কথা বলার চেষ্টা করলে যোগাযোগ করা সম্ভব হয়নি। এমনকি তাদের ব্যবহৃত মুঠোফোনে একাধিক ফোন দিলেও মোবাইল বন্ধ পাওয়া যায়।
ভৈরব শহর ফাঁড়ি থানার এসআই নুরুল হুদা বলেন, অভিযোগ হাতে পেয়ে ২৫ এপ্রিল শুক্রবার রাতে পুলিশের তৎপরতায় অভিযুক্ত শাকিল মিয়াকে গ্রেপ্তার করা হয়। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে আরেক অভিযুক্ত আসামি আদিল মিয়া পালিয়ে যায়। শাকিল মিয়াকে ২৬ এপ্রিল শনিবার সকালে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।