#মো. আলাল উদ্দিন :-
২৫ এপ্রিল শুক্রবার বিকেলে নিরাপদ সড়ক চাই (নিসচা) ভৈরব শাখা কার্যালয় পরিদর্শন ও নিসচার সড়ক যোদ্ধাদের সাথে মতবিনিময় সভায় মিলিত হোন বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের পরিচালক প্রশাসন (যুগ্ম-সচিব) একে এম তারেক।
এসময় উপস্থিত ছিলেন, হাজী আসমত আলী গার্লস স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আহমেদ আলী, নিসচার সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় কার্যকরী পরিষদের সদস্য মো. আলাল উদ্দিন, সহ-সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন সুজন, সহ-সাধারণ সম্পাদক প্রভাষক ইমরান হোসাইন, সাংগঠনিক সম্পাদক শাহ আলম জনি, ক্রীড়া ও সমাজকল্যাণ সম্পাদক তানভীর আহমেদ, কার্যকরী সদস্য মো. জাকির হোসেন বিএসসি, কার্যকরী সদস্য মো. সাইফুল ইসলাম, সাধারণ সদস্য মো. নাসির উদ্দিন, নীপা রহমান, জেসমিন আক্তার, হাজী জামান ও আলী আকরাম প্রমুখ। শেষে নিসচা কার্যকরী সদস্য মো. জাকির হোসেন বিএসসির পরিচালনায় নিরাপদ সড়ক চাই নিসচার প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চনের সুস্থতা কামনা, মরহুম জাহানারা কাঞ্চনের আত্মার মাগফেরাত কামনা ও অধ্যক্ষ আহমেদ আলী স্যারের হজ্জব্রত পালন উপলক্ষে দোয়া করা হয়। এর আগে যুগ্ম-সচিব মহোদয় ও অধ্যক্ষ আহমেদ আলী স্যারকে ফুলেল শুভেচ্ছা ও নিসচার পক্ষ থেকে তাদের নিজস্ব তৈরী পাটের ব্যাগ উপহার দেওয়া হয়। যুগ্ম-সচিব সড়ক যোদ্ধাদের সাথে এক মতবিনিময় সভায় মিলিত হোন। এসময় তিনি এই সংগঠনের সাথে সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ ও অভিনন্দন জানান একই সাথে সংগঠনের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চনের ভূয়সী প্রশংসা করে বলেন এমন একটি যুগপোযোগী এই নিরাপদ সড়ক আন্দোলনটি তিনি দীর্ঘদিন যাবত চালিয়ে যাবার জন্য। এসময় তিনি পরিদর্শন খাতায় মন্তব্য লিখে স্বাক্ষর করেন।