# নিজস্ব প্রতিবেদক :-
ব্র্যাকের মাইগ্রেশন কর্মসূচির মানব পাচার প্রতিরোধ প্রকল্প রয়েছে। এর আওতায় ২৩ এপ্রিল বুধবার মানিকগঞ্জের সিংগাইর উপজেলায় মানব পাচার ও অনিরাপদ অভিবাসন প্রতিরোধ বিষয়ক মতবিনিময় সভা ও উপজেলা মানব পাচার প্রতিরোধ কমিটির সভা হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন সিংগাইর উপজেলা নির্বাহী অফিসার মো. কামরুল হাসান সোহাগ।
অনুষ্ঠানে বিভিন্ন সরকারি দপ্তরের প্রতিনিধি, বেসরকারি সংস্থার প্রতিনিধি, নাগরিক সমাজের প্রতিনিধি, স্থানীয় সাংবাদিক এবং মানব পাচারের সার্ভাইভার ও তাদের পরিবারের সদস্যগণ উপস্থিত ছিলেন। প্রধান অতিথি জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে মানব পাচার প্রতিরোধ বিষয়ক কমিটিগুলোকে আরও সক্রিয় করা এবং সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেছেন। এই কাজে এগিয়ে আসার জন্য তিনি ব্র্যাককে অভিনন্দন জানান। উপস্থিত অন্য বক্তাগণও এ বিষয়ে সম্মিলিতভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেছেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ব্র্যাক মানিকগঞ্জ জেলার সমন্বয়ক মো. শফিকুল ইসলাম।