• বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫, ০৩:২৪ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :
ইমুতে ৩ মাসের পরিচয়: অতঃপর ধর্ষণ, ধর্ষক গ্রেপ্তার ময়মনসিংহের আওয়ামী লীগ নেতা অনু কিশোরগঞ্জে গ্রেপ্তার কিশোরগঞ্জে ৯ বছর পর হচ্ছে জেলা বিএনপির ত্রিবার্ষিক সম্মেলন কাউন্সিলর ২১০৭ কুলিয়ারচরে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার কটিয়াদীতে মানহীন বিস্কুট খেয়ে দুই শিশু হাসপাতালে তিন প্রতিষ্ঠানকে ৭৫ হাজার জরিমানা এটি কালভার্ট নাকি সেতু মরা নদী আবার মরবে! ভৈরবে বিদ্যালয় ভবন নির্মাণে অনিয়মের অভিযোগ কুলিয়ারচরে শ্বশুর বাড়ি থেকে ফেরার পথে দুই মোটরসাইকেল আরোহী গুলিবিদ্ধ ভৈরবে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে তিন প্রতিষ্ঠানকে ৭৫ হাজার টাকা জরিমানা ভৈরবে স্বাস্থ্য কমপ্লেক্সের অবসরপ্রাপ্ত কর্মকর্তা কর্মচারীদের বিদায় সংবর্ধনা

কৃষকদের সংবাদ সম্মেলন বিএনপি নেতার বিরুদ্ধে ধান লুটের অভিযোগ

সংবাদ সম্মেলনে বক্তব্য রাখছেন কৃষক মাসুদ মিয়া -পূর্বকণ্ঠ

কৃষকদের সংবাদ সম্মেলন
বিএনপি নেতার বিরুদ্ধে
ধান লুটের অভিযোগ

# নিজস্ব প্রতিবেদক :-
কিশোরগঞ্জে মিঠামইন উপজেলা বিএনপির সভাপতি জাহিদুল আলম জাহাঙ্গীরের বিরুদ্ধে মারধর করে ১৩ জন কৃষকের ৬৬ একর জমির ধান লুটের অভিযোগ উঠেছে। মিঠামইন থানায় অভিযোগ দিলেও কৃষকরা কোন প্রতিকার পাননি বলে জানা গেছে। এ নিয়ে কৃষকরা ২২ এপ্রিল মঙ্গলবার দুপুরে জেলা শহরের রথখলা এলাকায় সংবাদ সম্মেলন করেছেন।
সংবাদ সম্মেলনে কৃষক মো. মাসুদ মিয়া তাঁর লিখিত বক্তব্য ও প্রশ্নোত্তরে বলেন, তিনি, নায়েব আলী, মোস্তফা মিয়া ও সাইফুল মিয়াসহ ১৩ জন কৃষক সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের ছোটভাই আব্দুল হকের কাছ থেকে এক বছরের জন্য ৬৬ একর বোরো জমি লিজ নিয়েছিলেন। প্রতি একর জমি ১৩ হাজার টাকায় লিজ নিয়ে চাষাবাদসহ প্রতি একরে খরচ পড়েছে প্রায় ৪৫ হাজার টাকা। প্রতি একরে ধান হওয়ার কথা ১০০ মণ। যার বর্তমান বাজার মূল্য প্রায় এক লক্ষ টাকা। মাসুদ মিয়া লিজ নিয়েছিলেন ৬ একর জমি।
তিনি বলেন, আব্দুল হক মিঠামইন উপজেলা আওয়ামী লীগের সভাপতি। ৫ আগস্টের পর তিনি পলাতক। যে কারণে জমিগুলো তিনি লিজ দিয়েছেন। তাঁর সাথে বিএনপি নেতা জাহাঙ্গীরের রাজনৈতিক বিরোধ থাকতে পারে। কিন্তু কৃষকরা কী দোষ করেছেন! গত শনিবার কম্বাইন হার্ভেস্টার লাগিয়ে সমুদয় ধান জাহাঙ্গীরের লোকজন কেটে নিয়ে গেছেন। জানতে পেরে কৃষকরা ও তাঁদের স্বজনরা বাধা দিতে গেলে হামলা চালানো হয়। মাসুদ মিয়া (৪০), মোস্তফা মিয়া (৪৫), সাইফুল মিয়া (৪০), কাছুম আলী (৫৫) ও জামির হোসেন (৪৩) মারাত্মক আহত হয়ে বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছেন। এদের মধ্যে মোস্তফা মিয়ার বাম চোখ ক্ষতিগ্রস্ত হয়েছে। তিনি এখনও ঢাকায় চিকিৎসাধীন। সংবাদ সম্মেলনে কয়েকজন জামা খুলে শরীরের বিভিন্ন জায়গায় আঘাতের ক্ষতচিহ্ন দেখিয়েছেন।
এ ঘটনায় ক্ষতিগ্রস্তরা মিঠামইন থানায় গেলে লিখিত অভিযোগ দিতে বলা হয়। কিন্তু জমির মালিকদের তালিকা দেওয়ার পরও জাহাঙ্গীরের প্রভাবে থানা কোন ব্যবস্থা গ্রহণ করেনি বলে সংবাদ সম্মেলনে জানানো হয়।
এ ব্যাপারে মিঠামইন উপজেলা বিএনপির সভাপতি জাহিদুল আলম জাহাঙ্গীর বলেন, ‘এসব জমির প্রকৃত মালিকদের বাসা কিশোরগঞ্জ শহরে। তাদের জমি সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের ছোটভাই আব্দুল হক জোরপূর্বক দখল করেছিলেন। ৫ আগস্টের পর তিনি পালিয়ে গেলে প্রকৃত মালিকরাই জমি আবাদ করেছিলেন। তারা নিজেদের জমির ধান কাটার সময় অভিযোগকারীদের ৫ একরের মত জমির ধান কাটা হয়ে থাকতে পারে। আমাকে বিতর্কিত করার জন্যই আব্দুল হকের লোকজন সংবাদ সম্মেলন করেছেন’।
এদিকে মিঠামইন থানার ওসি শফিউল আলম বলেন, জমি কাটার তিনচার দিন আগে কয়েকজন আমার কাছে অনানুষ্ঠানিকভাবে জানিয়েছিলেন, তাঁরা ধান কাটার ব্যাপারে নিরাপত্তার অভাব বোধ করছেন। তখন আমি তাঁদেরকে জমির কাগজপত্রসহ অভিযোগ দিতে বলেছিলাম। কাগজপত্র দেখে অন্যদের সাথে কথা বলে ধান কাটার ব্যবস্থা করে দেব। কিন্তু পরবর্তীতে তারা যোগাযোগও করেননি, কোন লিখিত অভিযোগও দেননি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *