# নিজস্ব প্রতিবেদক :-
কিশোরগঞ্জে বর্তমান সরকারের নিষিদ্ধ ঘোষিত ছাত্র লীগের ব্যানারে একটি ঝটিকা মিছিল হয়েছে। খবর পেয়ে পুলিশ গেলে তারা পালিয়ে যায়। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এর জন্য তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করে প্রশাসনের নির্বিকার ভূমিকার জন্য ক্ষোভ প্রকাশ করেছে। চিরুনি অভিযান করে গ্রেপ্তার না করলে কঠোর কর্মসূচীর ঘোষণা দিয়েছে। মিছিলের ভিডিও নিষিদ্ধ ঘোষিত ছাত্র লীগের জেলা কমিটির সভাপতি আনোয়ার হোসেন মোল্লা সুমনের ফেসবুকে দেওয়া হয়েছে গতকাল রোববার আনুমানিক বিকাল তিনটার দিকে। তিন মিনিটের ভিডিওতে দু’টি মিছিল দেখা গেছে।
মিছিলে শ্লোগান দেওয়া হয়েছে, ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। শেখ হাসিনা বীরের বেশে, আসবে এবার বাংলাদেশে। অবৈধ সরকার, মানি না মানবো না। একাত্তরের হাতিয়ার, গর্জে উঠুক আরেকবার। জয় বাংলার হাতিয়ার, গর্জে উঠুক আরেকবার’ ইত্যাদি।
কিশোরগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল্লাহ আল মামুন জানিয়েছেন, গতকাল সকাল ৬টা থেকে সাড়ে ৬টার মধ্যে কিছু ছেলে সদর-পাকুন্দিয়া সীমান্তের পুলেরঘাট এলাকায় আঞ্চলিক মহাসড়কে মিছিলটি করেছে। হাতে ছিল জাতীয় পতাকা ও কালো পতাকা। সবার মুখ কালো কাপড়ে বাঁধা। খবর পেয়ে পুলিশ অভিযান চালালেও কাউকে ধরা যায়নি। আগেই পালিয়ে গেছে। এ ব্যাপারে পুলিশ সতর্ক রয়েছে।
মিছিলের ব্যানারে লেখা ছিল, ‘আইসিটি ট্রাইবুনালে আওয়ামী লীগ সভাপতি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও অন্যান্য নেতৃবৃন্দের বিরুদ্ধে জঘন্যতম অসাংবিধানিক ও বেআইনী কার্যক্রমের প্রতিবাদে মিছিল ও স্মারকলিপি’। নীচে লেখা রয়েছে, ‘আয়োজনে ঃ বাংলাদেশ ছাত্রলীগ, কিশোরগঞ্জ জেলা শাখা’। তবে কোথাও স্মারকলিপি জমা দেওয়া হয়েছে বলে খবর পাওয়া যায়নি।
এ ব্যাপারে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন জেলা শাখার আহবায়ক ইকরাম হোসেন বলেছেন, ছাত্রলীগ একটি নিষিদ্ধ ও সন্ত্রাসী সংগঠন। এরা কী করে মিছিল করে। প্রশাসন কেন নির্বিকার। তিনি অবিলম্বে চিরুনি অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তারের দাবি জানিয়েছেন। অন্যথায় কঠোর কর্মসূচী দেওয়া হবে বলে তিনি হুশিয়ারি উচ্চারণ করেছেন।