# নিজস্ব প্রতিবেদক :-
কিশোরগঞ্জের জাতীয়করণকৃত প্রাথমিক শিক্ষকরা তিন দফা দাবিতে প্রধান উপদেষ্টাকে স্মারকলিপি দিয়েছেন। জেলা প্রাথমিক শিক্ষক সমিতির ব্যানারে শিক্ষকগণ আজ ১৭ মার্চ সোমবার দুপুরে সরকারি গুরুদয়াল কলেজ মাঠ থেকে তাঁদের দবিতে মিছিল করেন। এরপর জেলা প্রশাসক ফৌজিয়া খানের মাধ্যমে প্রধান উপদেষ্টার কাছে স্মারকলিপি প্রদান করেন। কর্মসূচিতে বক্তৃতা করেন সংগঠনের জেলা কমিটির আহবায়ক মতিউর রহমান জাহাঙ্গীর, যুগ্ম-আহবায়ক মেসবাহ উদ্দিন, মুহাম্মদ শহীদুল্লাহ প্রমুখ।
দাবিগুলোর মধ্যে রয়েছে ২০২০ সালের ১২ আগস্ট অর্থ মন্ত্রণালয়ের জারি করা একটি পত্র বাতিল, দেশের ৪৮ হাজার ৭২০ জন শিক্ষকের উত্তোলিত টাইমস্কেল জটিলতার স্থায়ী সমাধান, অধিগ্রহণকৃত প্রাথমিক শিক্ষকদের জ্যেষ্ঠতার ভিত্তিতে পদোন্নতি এবং গেজেট থেকে বাদ দেওয়া ম্যানেজিং কমিটি কর্তৃক নিয়োগপ্রাপ্ত প্রধান শিক্ষকদের গেজেটে অন্তর্ভুক্ত করা।