# দিলোয়ার হোসাইন :-
করিমগঞ্জ সরকারি কলেজে অধ্যক্ষ হিসেবে নিয়োগ পেয়েছেন অধ্যাপক মো. সিদ্দিক উল্লাহ। তিনি কিশোরগঞ্জের গুরুদয়াল সরকারি কলেজের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগে অধ্যাপক। করিমগঞ্জ সরকারি কলেজে অধ্যক্ষ মো. আবদুল হক’কে ওএসডি করা হয়েছে।
১৬ মার্চ রোববার বিকালে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের উপ-সচিব (সরকারি কলেজ-২) মো. মাহবুব আলমের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই নিয়োগের বিষয়ে জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অধ্যাপক মো. সিদ্দিক উল্লাহ ২০ মার্চের মধ্যে বর্তমান কর্মস্থল থেকে অবমুক্ত হবেন। অন্যথায় একই তারিখে বিকেলে তাৎক্ষণিক অবমুক্ত মর্মে গণ্য হবেন। তারা আবশ্যিকভাবে নিজ নিজ পিডিএস এ লগইন পূর্বক অবমুক্ত ও যোগদান প্রক্রিয়া সম্পন্ন করবেন।