# এম.আর রুবেল :-
ভৈরবে কমলপুর পশ্চিমপাড়া যুব সংঘের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ ১৬ মার্চ রোববার বিকেলে কমলপুর ঈদগাঁ রোডের রয়েল কমিউনিটি ও পার্টি সেন্টারে ইসলামিক বয়ান ও দোয়া মাহফিলে এলাকার দুই শতাধিক যুবক ও মুরব্বিগণ অংশ নেন।
কমলপুর পশ্চিমপাড়া যুব সংঘের সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক আলহাজ্ব মোস্তফা কামালের সভাপতিত্বে প্রধান মেহমান হিসেবে ইসলামিক বয়ান পেশ করেন কমলপুর ইসলামিয়া দারুল উলুম মাদ্রাসা মসজিদের খতিব মাওলানা মোহাম্মদ জহিরুল ইসলাম।
এ সময় উপস্থিত ছিলেন, এলাকার বিশিষ্ট মুরুব্বি হাজী জিল্লুর রহমান, কমলপুর পশ্চিমপাড়া যুব সংঘের সিনিয়র সহ-সভাপতি মো. দ্বীন ইসলাম, সাধারণ সম্পাদক মাসুদুর রহমান জিসান, কোষাধ্যক্ষ শফিকুল ইসলাম চেয়ারম্যান, ক্রীড়া সম্পাদক সুমন রহমান রেফারিসহ সংগঠনের সদস্য ও এলাকার যুবসমাজ ও মুরুব্বিগণ।
অনুষ্ঠানের সার্বিক পরিচালনায় ছিলেন, সংগঠনের সাংগঠনিক সম্পাদক রক্ত সৈনিক শামসুল হক বাদল।
এছাড়াও বিশেষ মেহমান হিসেবে উপস্থিত ছিলেন, পৌর শ্রমিক দলের সভাপতি সিয়াম মিয়া, দৈনিক নয়া শতাব্দীর প্রতিনিধি সাংবাদিক এম আর রুবেল, সাপ্তাহিক অবলম্বন পত্রিকার সাংবাদিক শামীম আহমেদ, ৭১ টিভি ভৈরব প্রতিনিধি মো. আল আমিন টিটু, জনপ্রিয় ইউটিউবার স্বপন আহমেদ প্রমুখ।