আগুনে সর্বস্ব ভষ্মীভূত হওয়ার দৃশ্য -পূর্বকণ্ঠ
# নিজস্ব প্রতিবেদক :-
রাতের আগুনে পুড়ে ছাঁই হয়ে গেছে গ্রামের ১২টি ঘর। ছাঁই হয়ে গেছে দু’টি গরু। দগ্ধ হয়েছে আরও তিনটি গরু। ফায়ার সার্ভিস গিয়ে দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনলেও আর্থিক ক্ষতি হয়েছে প্রায় ২০ লাখ টাকার। জানিয়েছেন করিমগঞ্জ স্টেশনের ফায়ার ফাইটার হাবিবুর রহমান।
১৫ মার্চ শনিবার সেহরির আগ মুহুর্তে করিমগঞ্জের গুজাদিয়া ইউনিয়নের পাথারিয়া পাড়া গ্রামে বিদ্যুতের শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে জানিয়েছেন ফায়ার ফাইটার হাবিবুর রহমান। অগ্নিকাণ্ডে গ্রামের শিফাত উল্লাহ, রহমত উল্লাহ, আফির উদ্দিন, আব্দুর রশিদ, আঞ্জু মিয়া ও আলম মিয়াদের ১২টি ঘর মালামালসহ সম্পূর্ণ পুড়ে গেছে।