# নিজস্ব প্রতিবেদক :-
করিমগঞ্জে দু’টি ট্রাকের সংঘর্ষে এক চালকের একটি হাত ও একটি পা ভেঙে গেছে। তাকে ঢাকার পঙ্গু হাসপাতালে পাঠানো হয়েছে। ১৫ মার্চ শনিবার সকালে করিমগঞ্জ উপজেলা সদরের আনন্দবাজার এলাকায় কিশোরগঞ্জ-করিমগঞ্জ সড়কে দুর্ঘটনাটি ঘটেছে।
করিমগঞ্জ থানার এসআই রফিকুল ইসলাম জানিয়েছেন, দুর্ঘটনাস্থলে একটি ট্রাক মালামালসহ দাঁড়ানো ছিল। এটিকে দ্রুত গতির অপর একটি ট্রাক পেছন থেকে ধাক্কা দিলে চলন্ত ট্রাক্টের ইঞ্জিন দুমড়ে যায়। এতে চালক জামান (৩৫) ভেতরেই আহত অবস্থায় আটকে যান। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা তাকে একটি হাত ও একটি পা ভাঙা অবস্থায় উদ্ধার করলে ঢাকার পঙ্গু হাসপাতালে পাঠানো হয়। তবে আহত চালকের ঠিকানা জনা যায়নি। ট্রাক দু’টি জব্দ করা হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন থানার ওসি মাহবুব মুর্শেদ।