# মিলাদ হোসেন অপু :-
ভৈরবে পরিবেশক এসোসিয়েশন আয়োজনে ইফতার, দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ১৪ মার্চ শুক্রবার পৌর শহরের বঙ্গবন্ধু সরণি বাণিজ্য মেলার মাঠ সংলগ্নে এলাকায় সংগঠনের নিজস্ব কার্যালয়ে আলোচনা ও দোয়া মহফিল অনুষ্ঠিত হয়।
সভায় ভৈরবে পরিবেশক এসোসিয়েশনের সভাপতি দিদারুল হক দিদার এর সভাপতিত্বে বক্তব্য রাখেন, সংগঠনের প্রধান উপদেষ্টা দুলাল মিয়া, পৌর স্বেচ্ছাসেবক দল সদস্য সচিব মীর মোহাম্মদ রাজন, চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির অন্যতম সদস্য আরাফাত ভূইয়া, সংগঠনের অন্যতম সদস্য হাজী রুবেল প্রমুখ।
পরিবেশক এসোসিয়েশন সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম জনির সার্বিক সঞ্চালনায় আলোচনা সভায় বিভিন্ন ব্যবসায়িক প্রতিষ্ঠান মালিক, বিভিন্ন সমাজিক সংগঠন নেতৃবৃন্দসহ পরিবেশক অ্যাসোসিয়েশনের সদস্যরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা বলেন, ভৈরবে পরিবেশক এসোসিয়েশন নতুন হয়েছে। এই সংগঠন ভৈরব ব্যবসায়ীদের ঐক্যবদ্ধ রাখবে। ভৈরব বাজারে পরিবেশকদের ব্যবসা বেশি। ব্যবসায়ীদের ঐক্যবদ্ধতায় অস্বচ্ছ ব্যবসায়ীদের স্বচ্ছতায় আনতে সহায়তা করবে। এ সময় সংগঠনের নেতারা সকলের সহযোগিতা কামনা করেন।
আলোচনা শেষে দোয়া মাহফিলের মাধ্যমে ইফতারের অংশগ্রহণ করে উপস্থিত অতিথিরা।