# মোস্তফা কামাল :-
কৃষকরা এবার টমেটোর মূল্য হ্রাসে হতাশ। শহরের বাজারে ১০ টাকা কেজি বিক্রি হলেও এখন শহরের আড়তে টমেটো নিতে চায় না। ফলে বাধ্য হয়ে গ্রামের বাজারে কৃষকরা ৫ টাকা কেজি দরে টমেটো বিক্রি করছেন। তবে কৃষি বিভাগের ব্যাখ্যা, অধিক লাভের আশায় এবার কৃষকরা অধিক পরিমাণে সবজির আবাদ করেছিলেন। আবার আবহাওয়া অনুকূলে থাকায় ফলনও হয়েছে ভাল। যে কারণে এখন বাজারে বেগুন ছাড়া প্রায় সব ধরনের সবজির দামই কম। অবশ্য পেঁপের দামও ৫০ টাকা কেজি। কারণ, এই মৌসুমে পেঁপের ফলন অনেক কমে যায়।
১০ মার্চ সোমবার সদর উপজেলার দানাপাটুলি ইউনিয়নের গাগলাইল গ্রামের ফসলি মাঠে গিয়ে দেখা গেছে, কৃষক মো. কামাল উদ্দিন তাঁর জমি থেকে ‘বিপুল প্লাস’ জাতের পাকা টমেটো আহরণ করছেন। পুরো জমি পাকা টমেটোতে ছেয়ে আছে। কিন্তু দাম কম থাকায় সব টমেটো এক সাথে তুলতেও ভরসা পাচ্ছেন না। যেসব টমেটো বেশি পেকে গেছে, কেবল সেগুলিই তুলে নিচ্ছেন। তিনি জানান, তিন বছর ধরে তিনি এক বিঘা জমিতে টমেটোর আবাদ করছেন। প্রতি বছরই ভাল দাম পেয়ে আসছেন। মৌসুমের শুরুর দিকে ১০০ টাকা কেজি বিক্রি করতেন। কিন্তু এবার মৌসুমের শুরুর দিকেই ১০ টাকা কেজি বিক্রি করেছেন। এখন শহরের আড়তেও টমেটো নিতে চায় না। যে কারণে তিনি স্থানীয় গাগলাইল বাজারেই ৫ টাকা কেজি করে বিক্রি করতে বাধ্য হচ্ছেন।
তিনি প্রতি বছর এক বিঘা জমিতে টমেটোর আবাদ করেন। অন্যান্য বছর এক লাখ টাকা খরচ করে বিক্রি করতেন দুই লাখ টাকার টমেটো। খরচ বাদ দিয়ে এক লাখ টাকা লাভ হতো। এবারও এক লাখ টাকা খরচ হয়েছে। কিন্তু অনেক টাকার লোকসানে পড়বেন বলে কামাল উদ্দিন জানিয়েছেন। শহরের বড় বাজারে গিয়ে টমেটোর দাম ১০ টাকা কেজি দেখা গেলেও বিক্রি তেমন নেই। দোকানিরা ‘১০ টাকা কেজি’ করে ডেকে ডেকে জানান দিচ্ছেন। তারপরও ক্রেতা পাচ্ছেন না।
এদিকে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সহকারী উপ-পরিচালক (শস্য) মো. শাহীনুল ইসলাম জানান, কৃষকরা কয়েক বছর ধরে সকল প্রকার সবজিই চড়া দামে বিক্রি করছেন। ফলে অধিক লাভের আশায় এবার অধিক পরিমাণ জমিতে সবজির আবাদ করেছেন। আবহাওয়া অনুকূল থাকায় ফলনও হয়েছে খুব ভাল। এসব কারণেই মূলত চলতি মৌসুমে টমেটো, ফুলকপি, বাঁধা কপি, শিমসহ প্রায় সকল প্রকার সবজির দামই পড়ে গেছে। তবে বেগুনের আবাদ তেমন বাড়েনি। যে কারণে বেগুনের দাম কিছুটা চড়া আছে বলে তিনি মন্তব্য করেন। বর্তমান বাজারে বেগুন ৬০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।