• শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫, ০৪:৩০ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :
দোকানপাটে হামলার জেরে মাদক ব্যবসায়ীর বাড়িতে গ্রামবাসীর আগুন ভৈরবে জলাবদ্ধতায় অর্ধশতাধিক পরিবারের ভোগান্তি, রাস্তা সংস্কারের আশ্বাস ইউএনওর ইটভাটা মালিক সমিতির ৩০তম সাধারণ সভা কিশোরগঞ্জ বিএনপির সম্মেলন সভাপতির মনোনয়ন ৫০ হাজার সাধারণ সম্পাদক ৩০ হাজার টাকা ভৈরবে ৪৩ জন প্রতিবন্ধীকে হুইল চেয়ার ও সহায়ক উপকরণ প্রদান কটিয়াদীতে ভাঙা সেতুর কারনে হাজার হাজার মানুষের চলাচলে দুর্ভোগ ডাকসু-জাকসু নির্বাচনে শেখ হাসিনার ইঞ্জিনিয়ারিংকেও হার মানিয়েছে …….. মোনায়েম মুন্না খালেদা জিয়া সাড়ে ৬ বছর জেল খেটেছেন দলটা ধবংস করবেন না …… মোনায়েম মুন্না ভৈরব চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির বার্ষিক সাধারণ সভা আগামী ১৬ সেপ্টেম্বর বাজিতপুরে ‘জুলাই যোদ্ধা’ রাকিব হত্যার এক মাসেও গ্রেপ্তার হয়নি কেউ, প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন

ভৈরবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের বিনা লাভের দোকান

# মিলাদ হোসেন অপু :-
কিশোরগঞ্জের ভৈরবে নিত্য প্রয়োজনীয় পণ্যের বাজার সিন্ডিকেট ভাঙতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের বিনা লাভের দোকান কার্যক্রম শুরু হয়েছে। ১০ মার্চ সোমবার দুপুর থেকে পৌর শহিদ মিনার চত্বরে বিনা লাভে নিত্য প্রয়োজনীয় পণ্য কেনা-বেচা শুরু হয়।
এ সময় কিশোরগঞ্জ জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখ্য সংগঠক শরিফুল হক জয়ের নেতৃত্বে যুগ্ম-আহ্বায়ক আতিকুজ্জামান আলভি, অন্যতম সদস্য তানভির আহমেদ, অন্যতম সংগঠক জুবায়েদ মাহমুদ, ভৈরব ছাত্র আন্দোলন প্রতিনিধি মোহাম্মদ কাইজার, আহমেদ রোহান, ইফতি শিকদার, আরকে রিসান কবির, মেহেদি হাসান, সোহেল মিয়া, নাহিদ, মোহাম্মদ, ফারদিন ও পলক আহমেদ উপস্থিত ছিলেন।
এ বিষয়ে ক্রেতারা জানান, বিগত কয়েক বছরে নিত্য প্রয়োজনীয় পণ্যের যে দাম ছিল তা অনেক বেশি ছিল। বর্তমানে কয়েকটি পণ্য ছাড়া নিত্য প্রয়োজনীয় সকল পণ্যের দাম কম। সোমবার বৈষম্যবিরোধী শিক্ষার্থীদের কাছ থেকে ন্যায্যমূল্যে চাল, ডাল, পেঁয়াজ, টমেটো ও লেবুসহ বিভিন্ন পণ্য কম দামে কিনতে পারছি। এভাবে চলতে থাকলে বাজার সিন্ডিকেটের দৌরাত্ম কমে যাবে।
ক্রেতা ইকলাদ হোসেন বলেন, আজকের বিনা লাভের বাজার দেখে অনেক খুশি হয়েছি। কম দামে পেঁয়াজ কিনে নিতে পেরেছি। এমন হলে দ্রুত সময়ের মধ্যে বাজার সিন্ডিকেট ভেঙ্গে যাবে।
আরেক ক্রেতা জাকির হোসেন বলেন, হঠাৎ চোখে পড়লো বিনা লাভের বাজার। কম দামে সব পাওয়া যাচ্ছে তাই ৫ কেজি আলু কিনে নিলাম। দোয়া করি ছাত্র ভাইদের জন্য। আমি তাদের সফলতা কামনা করি।
এ বিষয়ে বৈষম্যেবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা বলছেন পবিত্র মাহে রমজানে জন মনে স্বস্তি ও বাজার সিন্ডিকেট নিয়ন্ত্রণে আনতে এই কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এই দোকানে চাল ৫৫ টাকা কেজি, চিনি ১১০ টাকা, পেঁয়াজ ২৫ টাকা, আলু ১৮ টাকা, ডাল ১০০ টাকা, শসা ২০ টাকা, লেবু ৪৮ টাকা, টমেটো ১০ টাকা, শিম ২৫ টাকা, মরিচ ২৪ টাকা, মিষ্টি কুমড়া ২০ টাকা ও ছোলা ৯০ টাকায় বিক্রি করা হচ্ছে।
এ বিষয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ভৈরব প্রতিনিধি আরকে রিসান কবির বলেন, বিগত সরকারের আমলে নিত্য প্রয়োজনীয় পণ্যসহ সকল পণ্যের লাগামহীন দাম ছিল। অন্তর্বর্তীকালীন সরকার এই রমজানে কম দামে আমাদের নিত্যপ্রয়োজনীয় পণ্য কেনার ব্যবস্থা করেছেন। তারপরও কিছু অসাধু ব্যবসায়ী সিন্ডিকেট করে পণ্যের দাম বাড়াচ্ছে। আমরা চাই বাজারের সিন্ডিকেট ভেঙ্গে সঠিক দামে ব্যবসায়ীরা পণ্য বিক্রি করুক।
এ বিষয়ে কিশোরগঞ্জ জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখ্য সংগঠক শরিফুল হক জয় বলেন, ব্যবসায়ীদের ক্ষতি করতে আমাদের এই ব্যবস্থা নয়। কিছু দুষ্কৃতকারী ব্যবসায়ীদের সিন্ডিকেট ভাঙতে আমরা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা এই কর্মসূচি গ্রহণ করেছি। ব্যবসায়ীরা যদি বাজারে সিন্ডিকেট বন্ধ করে তাহলে আমাদের বিনা লাভের দোকান বসানোর প্রয়োজন হবে না। আর যদি না করে আপাতত ঈদ পর্যন্ত আমাদের এ কর্যক্রম চলবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *