# রাজন সরকার :-
‘দুর্যোগের পূর্বাবাস প্রস্তুতি, বাঁচাও প্রাণ ক্ষয়ক্ষতি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় আন্তর্জাতিক দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত হয়েছে। ১০ মার্চ সোমবার সকালে পরিষদ চত্বরে উপজেলা প্রশাসনের (দুর্যোগ ব্যবস্থাপনা শাখা) আয়োজনে দিবসটি পালন করা হয়। এ উপলক্ষে র্যালি ও অগ্নিকাণ্ড বিষয়ক মহড়া অনুষ্ঠিত হয়।
সোমবার সকাল ১১টায় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য র্যালি উপজেলা পরিষদের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে জনসচেতনার জন্য ফায়ার সার্ভিসের কর্মীরা অগ্নিকাণ্ড বিষয়ক বিশেষ কয়েকটি মহড়া প্রদর্শন করে।
এ সময় উপজেলা নির্বাহী অফিসার মো. বিল্লাল হোসেন, সহকারী কমিশনার (ভূমি) মো. মামুন সরকার, উপজেলা প্রকৌশলী যুবায়েত হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ আব্দুল মান্নান, উপজেলা ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ আবু বকর সিদ্দিক, নারান্দী ইউপি চেয়ারম্যান মোসলেহ উদ্দিন, হোসেন্দী ইউপি চেয়ারম্যান হাদিউল ইসলাম, চরফরাদী ইউপি চেয়ারম্যান আবদুল মান্নান প্রমুখ উপস্থিত ছিলেন।