# ইশতিয়াক আহমাদ শৈভিক :-
“অধিকার, সমতা, ক্ষমতায়ন নারী ও কন্যার উন্নয়ন” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ভৈরবে আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে আজ ৮ মার্চ শনিবার বেলা ১২টায় উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সামসুর নাহার তাসমিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,
উপজেলা নির্বাহী অফিসার শবনম শারমিন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. রিদওয়ান আহমেদ রাফি, ভৈরব থানা অফিসার ইনচার্জ (ওসি) খন্দকার ফুয়াদ রুহানী, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা জলি বদন তৈয়বা, উপজেলা একাডেমিক সুপারভাইজার স্বপ্না বেগম, ভৈরব মহিলা সংস্থার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা আক্তার হোসেন ও উপজেলা পাট কর্মকর্তা সিহাব উদ্দিন প্রমুখ।
ভৈরব কিশোর-কিশোরী ক্লাব প্রশিক্ষক সৈয়দ মারুফ আহমাদ সিয়াম এর সঞ্চলনায় পবিত্র কোরআন তেলোয়ত করেন হাফেজ ইফতেখার আহমেদ, পবিত্র গিতা পাঠ করেন আশিষ আচার্য অভি, নারী দিবস নিয়ে কবিতা আবৃত্তি করেন গজারিয়া ইউনিয়ন কিশোর-কিশোরী ক্লাব শিক্ষার্থী মনভিলা হক।
অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার শবনম শারমিন
তার বক্তব্যে বলেন, এ দিবসগুলো আমরা কেন পালন করি আমাদের সচেতন হওয়ার জন্য, নিজেদের জাগ্রত করার জন্য। যেগুলো জীবনের জন্য নারী-পুরুষ সকলের জন্য প্রয়োজনীয়। পাশাপাশি আমাদের আরেকটা কথা মনে রাখতে হবে নিজের ভাগ্য উন্নয়নের চেষ্টা যদি আমরা নিজেরা না করি তাহলে অন্য কেউ আমাদের এই ভাগ্য উন্নয়ন কখনোই করে দিতে পারে না। পুরুষের মত নারীদেরকেও অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতে হবে, শিক্ষিত হতে হবে, নিজেদের মর্যাদার জায়গাটা নিজেদের তৈরি করে নিতে হবে। আমরা যতই নারীর অধিকার সমতা এবং ক্ষমতায়ন নিয়ে বলি না কেন সেই যাত্রায় নারীদের প্রথম এগিয়ে আসতে হবে। বেগম রোকেয়া নারীদের অধিকার নিয়ে কাজ করেছেন, বেগম রোকেয়া কিন্তু তার বিভিন্ন লেখনীতে তার বক্তব্যে তার কথায় তুলে ধরেছেন নারী এবং পুরুষের অবস্থান সমাজের সমতার জন্য দুইজনকে দুইপাশ থেকে এগিয়ে যেতে হবে।