# আফসার হোসেন তূর্জা :-
“অধিকার, সমতা, ক্ষমতায়ন, নারী ও কন্যার উন্নয়ন”-এই প্রতিপাদ্যকে সামনে রেখে ভৈরব পৌরসভার পক্ষ থেকে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন করা হয়েছে। ৮ মার্চ শনিবার সকাল সাড়ে ১০টায় ভৈরব পৌরসভার আয়োজনে দিবসটির উপলক্ষে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি ভৈরব পৌরসভার সামনে থেকে বের হয়ে ভৈরব বাজারের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক পদক্ষিণ শেষে আবার একই স্থানে এসে শেষ হয়।
এ সময় উপস্থিত ছিলেন, ভৈরব পৌরসভার প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার শবনম শারমিন, পৌর নির্বাহী কর্মকর্তা মো. ফারুক মিয়া, নির্বাহী প্রকৌশলী আরিফ সারোয়ার বাতেন ও লাইসেন্স ইন্সপেক্টর মো. আক্তারুজ্জামান প্রমুখ।
র্যালি শেষে সংক্ষিপ্ত আলোচনায় ভৈরব পৌরসভার প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার শবনম শারমিন বলেন, আজ আন্তর্জাতিক নারী দিবস। নারীদের ক্ষমতা নিশ্চিতে এই দিবসটি প্রতিবছর পালন করা হয়। নারীদের অধিকার বজায় রাখার জন্য তাদেরও যোগ্য হয়ে উঠতে হবে। এছাড়া সমাজে পুরুষদের পাশাপাশি নারীদেরও এগিয়ে যেতে হবে এবং পুরুষেরও সহায়ক হিসেবে নারীদের পাশে থাকতে হবে। সমাজে নারী পুুরুষ পায়ে পা মিলিয়ে চললে সমাজকে একটি উন্নয়নের জায়গায় নিয়ে যেতে পারবে।