# এম.আর রুবেল :-
ভৈরবে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও)’র দোহাই দিয়ে শ্রীনগর পুরানা বাজার এলাকায় সরকারি খালে বাংলা ড্রেজার বসিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করার অভিযোগ উঠেছে স্থানীয় প্রভাবশালী মহলের বিরুদ্ধে।
শ্রীনগর ইউনিয়ন বিএনপি সভাপতি মো. মোশাররফ হোসেন ও বাদল মিয়ার নেতৃত্বে একটি সিন্ডিকেট নতুন রাস্তা নির্মাণের জন্য গত একসপ্তাহ ধরে সরকারি খাল থেকে বালু উত্তোলন করে কৃষি জমি ভরাট করলেও প্রশাসন জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ না করায় তাদের ভূমিকা নিয়ে জনমনে প্রশ্ন উঠেছে।
ভৈরব উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শবনম শারমিনের অনুমতি নিয়ে নতুন রাস্তার জন্য খাল থেকে বালু উত্তোলন করা হচ্ছে বলে দাপটের সঙ্গে দাবি করেন শ্রীনগর ইউনিয়ন বিএনপি সভাপতি (সেনাবাহিনীর অবসর প্রাপ্ত সার্জেন্ট) মো. মোশাররফ হোসেন।
ইউএনও’র অনুমতি নিয়ে ড্রেজারে বালু উত্তোলন করার বিষয়টি অস্বীকার করেছেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শবনম শারমিন। শবনম শারমিন জানান, বালু উত্তোলন করার জন্য লিখিত কিংবা মৌখিক কোন অনুমতি দেননি তিনি।
খোঁজ নিয়ে জানা যায়, উপজেলার শ্রীনগর পুরান বাজার এলাকায় গত একসপ্তাহ ধরে সরকারি খালে দুইটি বাংলা ড্রেজার বসিয়ে পাইপ লাইনের মাধ্যমে পার্শ্ববর্তী একটি খালের উপর নতুন রাস্তা নির্মাণের নামে কৃষিজমি ভরাট করার মাধ্যমে খালটিকে ডিভাইড করা হচ্ছে। এমন অভিযোগে, ৪ মার্চ মঙ্গলবার বিকেলে সরেজমিনে ঘটনাস্থল শ্রীনগর পুরান বাজার এলাকায় দেখা যায়, সরকারি খালে দুটি বাংলা ড্রেজার বসিয়ে পাইপ লাইনের মাধ্যমে বালু উত্তোলন করে অপর একটি খালের মধ্যে দিয়ে কৃষিজমি ভরাট করে খালকে ডিভাইডিং করা হচ্ছে।
এ ঘটনার খবর পেয়ে ওইদিন ভৈরব নৌ থানার এএসআই কামরুল ইসলাম ও দুইজন কনস্টেবল ঘটনাস্থলে গিয়ে ড্রেজার দুটি বন্ধ করার পর নৌ থানা পুলিশকে ইউএনও ও এসিল্যান্ডের দোহাই দিয়ে নৌ পুলিশ সদস্যদের নিয়ে পুরান বাজারে বিএনপির অফিসে গিয়ে আলোচনায় বসে শ্রীনগর ইউনিয়ন বিএনপি সভাপতি মো. মোশারফ হোসেন।
এ ঘটনা জানতে কয়েকজন সাংবাদিক উপস্থিত হন সেখানে। এ সময় দেখা যায়, বিএনপি নেতা মোশারফ হোসেন ড্রেজারে তাদের বালু উত্তোলনকে মানবিক কারণে প্রশাসনের অনুমতি থাকায় বৈধ বলে দাবি করছেন নৌ পুলিশের কাছে। তখন পুরো বিষয়টি পর্যবেক্ষণ করা হয়।
এ সময় বিএনপি নেতা আরও বলেন, ১ মার্চ শনিবার বিকেলে উপজেলা নির্বাহী অফিসার ও ৪ মার্চ মঙ্গলবার এসিল্যান্ড রাস্তার প্রকল্পটি পরিদর্শনে এসে সুন্দরভাবে কাজ শেষ করতে বলেছেন। ওইদিন দুপুরে এসিল্যান্ড ব্যক্তি মালিকানা জায়গা ভরাট করছে এমন একটি ড্রেজারও বন্ধ করে রাস্তার প্রকল্প দেখতে আসেন এবং তাঁর কাছে জানাতে চান কতদিন লাগবে মাটি ভরাটের জন্য। তখন তারা ৮/১০ দিন সময়ের কথা জানালে এসিল্যান্ড তাদেরকে ড্রেজার চালাতে ১০ দিনের সময় দেন বলে দাবি করেন ওই বিএনপি নেতা। এসময় বিএনপি নেতা মোশারফ হোসেন এক সাংবাদিকের প্রতিও ক্ষোভ দেখান ও ওসিকে ব্যবস্থা নিতে বলেন। তিনি বলেন, যে সাংবাদিক তাদের বালু উত্তোলনের বিরুদ্ধে নিউজ করেছে। বিএনপি এখনো ক্ষমতায় আসেনি, তবে ওই সাংবাদিককে নোট করে রেখেছেন বলে হুমকি দিতে দেখা যায়।
এ সময় এএসআই কামরুল ইসলাম নৌ পুলিশের ওসিকে ফোন দিয়ে মোশাররফ হোসেনকে কথা বলতে বলেন। তখন ওসিকেও ফোনে ইউএনও ও এসিল্যান্ডের দোহাই দেন ওই নেতা। বালু উত্তোলনে যদি ইউএনও সমস্যা করে তখন তার এক আত্মীয় যুগ্ম-সচিব রয়েছে তার মাধ্যমে কাজ করবে এমন দাপটের সঙ্গে কথা বলেন বিএনপি নেতা।
পরে নৌ পুলিশের এএসআই কামরুল ইসলাম প্রশাসনের লিখিত বা মৌখিক অনুমতি আছে কিনা তা যাচাই-বাছাই না করেই জনস্বার্থে ড্রেজার চালু করার কথা বলে চলে যায়। এ বিষয়ে কামরুল ইসলামের বক্তব্য চাইলে ওসির সাথে কথা বলতে অনুরোধ করেন।
এ বিষয়ে ইউনিয়ন বিএনপি সভাপতি মো. মোশাররফ হোসেন এ প্রতিনিধিকে বলেন, জনস্বার্থে শ্রীনগর পুরাতন বাজার থেকে সাড়ে তিনশ ফিটের একটি নতুন রাস্তা নির্মাণের জন্য একটি প্রকল্প থেকে ৩ লক্ষ টাকা এবং ইউনিয়ন পরিষদ থেকে ২ লক্ষ টাকাসহ মোট ৫ লক্ষ টাকা বরাদ্দ দেন। এছাড়াও এলাকা থেকে আরও ৫ লক্ষ টাকা উঠানো হয় রাস্তার কাজটি করার জন্য। এ বিষয়টি ইউএনওকে জানানো হয়। পরে ইউএনও প্রজেক্ট পরিদর্শনে আসেন ১ মার্চ শনিবার। তখন ইউএনও জানতে চান রেকর্ডের রাস্তা কিনা। তখন তারা জানান, এটি রেকর্ডের রাস্তা। এ সময় ইউএনওকে জানান ১০ লক্ষ টাকায় রাস্তাটি সম্পন্ন করা যাবেনা এমন আবদারে ইউএনও তাদের আশ্বাস দেন একটি প্রকল্প জমা দিতে, পরবর্তীতে সরকারি টাকা আসলে তিনি ব্যবস্থা করে দিবেন। এছাড়াও তিনি ভাসমান রাস্তার জন্য ৩ লক্ষ টাকা বরাদ্দের দাবি করেন।
তিনি আরও জানান, শ্রীনগর গ্রামে মসজিদের রাস্তার অজুহাতে নিজস্ব বাড়ি ভরাটের জন্য অবৈধভাবে ড্রেজার দিয়ে ৪ লাখ ফিট মাটি ভরাটের উদ্যোগ নেন। ওই বিষয়টি ইউএনও এ্যাসিল্যান্ড সাহেব জানার পর ৪ মার্চ এ্যাসিল্যান্ড পরিদর্শন করে ড্রেজারটি বন্ধ করে দিয়ে আমাদের এখানে প্রজেক্ট দেখতে আসেন। তখন এসিল্যান্ড বলেন আপনার এই কাজ কতদিন লাগবে। তখন বলেন ১০ দিনের মতো লাগতে পারে জানানো হলে এসিল্যান্ড চলে যায়।
এ সময় তাকে ড্রেজারে বালু উত্তোলনের অনুমতি কে দিয়েছে প্রশ্ন করা হলে তিনি বলেন, মানবিক কারণে আর সরকারি রাস্তা হিসেবে বলেছে করার জন্য। কয়েক মাস পর পানি চলে আসবে তাই নিজ উদ্যোগে পাবলিকের কাছ থেকে টাকা উঠিয়ে কাজটি করতেছেন বলে জানান।
এ বিষয়ে ভৈরব নৌ-থানার ইনচার্জ (ওসি) মো. রাশেদুজ্জামান জানান, ঘটনাস্থলে পুলিশ গিয়েছিল। তখন এলাকাবাসী জানান, ইউএনও ও এসিল্যান্ড স্যারের অনুমতি নিয়ে রাস্তা নির্মাণের জন্য বালু উত্তোলন করছে তারা। ড্রেজারে বালু উত্তোলন বৈধ নাকি অবৈধ ঘটনাস্থলে পুলিশ যাওয়ার পর ব্যবস্থা গ্রহণ না করে চলে আসার বিষয়ে জানতে চাইলে ওসি বলেন, এসিল্যান্ড স্যারের সাথে কথা বলে লিখিত অনুমতির কাগজ না পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
ভৈরব উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. রিদওয়ান আহমদ রাফি বলেন, বালু উত্তোলনের বিষয়ে প্রশাসন জিরো টলারেন্স। দরখাস্ত করেই কেউ বালু উত্তোলন করতে পারবেনা। বৃহস্পতিবার নৌ পুলিশ পাঠিয়ে দুটি ড্রেজারই বন্ধ করা হয়েছে। যদি অভিযোগ পাই পুনরায় ড্রেজার চালু করেছে তখন জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে। রাস্তাটি কৃষি জমি ভরাট করে তৈরি হচ্ছে কিনা এ বিষয়ে তদন্তের জন্য ইউএনও স্যার দায়িত্ব দিয়েছেন। তদন্ত করে ইউএনও স্যারকে প্রতিবেদন দিবেন বলে জানান।
এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার শবনম শারমিন জানান, শ্রীনগর পুরান বাজার এলাকায় খাল থেকে বালু উত্তোলন করার জন্য কাউকে লিখিত কিংবা মৌখিক কোন অনুমতি দেননি তিনি। শনিবার সন্ধ্যায় রাস্তার প্রকল্প দেখতে যান তিনি। সেখানে তিনি জানতে চান খালের উপর রাস্তাটি রেকর্ডের কিনা। তাছাড়া একটি ব্রীজ রয়েছে, সে ব্রীজটি নিয়ম মাফিক তৈরি হয়েছে কিনা তা নিয়ে সন্দেহ আছে। এ বিষয়ে লিখিত একটি অভিযোগ পেয়েছি।
এসিল্যান্ড অফিসকে তদন্তের দায়িত্ব দিয়েছি। তদন্ত প্রতিবেদন পাওয়ার পর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করার কথা জানান তিনি।
এ ঘটনায় সাংবাদিকরা তথ্য উপাত্ত সংগ্রহ করে ইউএনও এবং নৌ পুলিশের ওসির বক্তব্য নেয়ার পরদিন ৬ মার্চ বৃহস্পতিবার নৌ পুলিশের এসআই নাছির উদ্দীন ঘটনাস্থলে গিয়ে অবৈধভাবে বালু উত্তোলনের ড্রেজার বন্ধ করে দিয়ে আসলেও রহস্যজনক কারণে ড্রেজার জব্দ ও জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ না করায় জনমনে প্রশ্ন উঠেছে পুলিশ ও প্রশাসনের ভূমিকা নিয়ে।