# নিজস্ব প্রতিবেদক :-
কিশোরগঞ্জ সদর উপজেলার চৌদ্দশত ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি এবি সিদ্দিক খোকাকে র্যাব গ্রেপ্তার করেছে। বৈষম্যবিরোধী মিছিলে হামলার ঘটনায় ৩ মার্চ সোমবার রাতে তাঁকে নিজ এলাকা থেকে গ্রেপ্তার করে সদর সদর থানায় সোপর্দ করা হয়েছিল। ৫ মার্চ বুধবার তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আব্দুল্লাহ আল মামুন।