# নিজস্ব প্রতিবেদক :-
প্রায় তিন মাস বন্ধ থাকার পর কিশোরগঞ্জে ৫ মার্চ বুধবার থেকে আবার টিসিবি মাল বিতরণ শুরু হয়েছে। তবে এবার মাল দেওয়া হচ্ছে স্মার্ট ফ্যামিলি কার্ডের মাধ্যমে। সাশ্রয়ী মূল্যে মাল নেওয়ার জন্য ডিলারের দোকানে দেখা গেছে উপকার ভোগিদের ভিড়। বুধবার সকালে কিশোরগঞ্জ পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের একরামপুর এলাকায় গিয়ে এরকম দৃশ্যই দেখা গেছে।
ডিলার মাসুদ রানা জুয়েল জানিয়েছেন, এই ওয়ার্ডে আগে কার্ডধারী ছিল এক হাজার ৭০টি পরিবার। তখন ছবি বিহীন পরিচয় পত্রের মাধ্যমে মাল বিতরণ করা হতো। বর্তমান সরকার যাচাই বাছাই করে এখন নির্ধারণ করেছে ৮০৫টি পরিবার। আর প্রত্যেক পরিবারকে একটি স্মার্ট ফ্যামিলি কার্ড দেওয়া হয়েছে। প্রত্যেক কার্ডে একটি ফ্যামিলি কার্ড নম্বর ও কার্ডধারীর জাতীয় পরিচয় পত্র নম্বর রয়েছে। সর্বশেষ গত ডিসেম্বরে টিসিবির মাল বিতরণ করা হয়েছিল। তিন মাস বিরতিতে বুধবার আবার মাল বিতরণ করা হচ্ছে।
প্রত্যেক পরিবারকে ৫৪০ টাকার প্যাকেজে দুই লিটার সয়াবিন তেল, এক কেজি চিনি, দুই কেজি ডাল ও ৫ কেজি চাল দেওয়া হচ্ছে। সদর উপজেলার সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা (এটিইও) শাহানারা আক্তার শাওন ট্যাগ অফিসার হিসেবে উপস্থিত থেকে মাল বিতরণ তদারকি করছেন।
আব্দুস সোবহানের স্ত্রী মনোয়ারা, আব্দুল গফুরের স্ত্রী হালিমা ও আব্দুল আজিজের ছেলে আব্দুস সাদেক, আব্দুল সমেদের ছেলে শহিদ মিয়াসহ উপকারভোগীদের কয়েকজন জানান, রমজানের প্রথম দিকে টিসিবির মাল পাওয়াতে তাদের বেশ উপকার হবে। খোলা বাজারের তুলনায় অন্তত সাড়ে তিনশ’ টাকা সাশ্রয় হয়েছে বলে তাঁরা জানালেন।
ডিলার মাসুদ রানা জুয়েল জানিয়েছেন, কিশোরগঞ্জ পৌরসভার ৯টি ওয়ার্ডে ৯ জন ডিলারসহ সদর উপজেলায় মোট ডিলার আছেন ৩৯ জন।