# নিজস্ব প্রতিবেদক :-
কিশোরগঞ্জে জমির বিরোধে শরীফ মিয়া (৩২) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষ। আহত হয়েছেন আরও অন্তত ৫ জন। এসময় হামলাকারী পক্ষেও নারীসহ অন্তত ৫ জন আহত হয়েছেন। এদের মধ্যে শরীফ হত্যায় জড়িত সন্দেহে চার নারীসহ ৫ জনকে পুলিশ ৩ মার্চ সোমবার রাত ১১টার দিকে আটক করেছে। সবাইকে পুলিশ প্রহরায় ২৫০ শয্যার জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল্লাহ আল মামুন। ঘটনাটি ঘটেছে সদর উপজেলার মহিনন্দ ইউনিয়নের মাইজপাড়া গ্রামে। উভয় পক্ষে নারীসহ অন্তত ১০ জন আহত হলে সবাই ২৫০ শয্যার জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন আছেন। শরীফের মরদেহ শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিক্যাল কলেজ মর্গে পাঠানো হয়েছে।
৪ মার্চ মঙ্গলবার সকালে জেনারেল হাসপাতালের চতুর্থ তলায় গিয়ে উভয় পক্ষের সাথে কথা হয়। চিকিৎসাধীন ইদ্রিছ আলী (৪৩) জানিয়েছেন, পার্শ্ববর্তী আটপাড়া গ্রামের মজলু মিয়ার ছেলে নিহত শরীফ তাঁর ভাগনে। সোমবার ইদ্রিছ আলীদের বাড়িতে শরীফের ইফতারের দাওয়াত ছিল। দাওয়াত শেষে সন্ধ্যা পৌনে ৭টার দিকে শরীফ তাঁর মামাত ভাই রাজন (২৯) ও এখলাসকে (৪০) নিয়ে রাস্তায় বের হওয়ার পর মাইজপাড়া গ্রামের রমজান আলী (৫৫), আবু সালিম (৫০), রাজু মিয়া (৩৫), সেলিম মিয়া (৪২), ফারুক মিয়াসহ (৪০) প্রায় ১৫-২০ জন রামদা ও চাইনিজ কুড়ালসহ দেশীয় অস্ত্র নিয়ে হামলা করেন। এসময় মাথাসহ শরীরের বিভিন্ন অংশে আঘাত করলে শরীফ ঘটনাস্থলেই মারা যান। আহত হন রাজন ও আখলাস। তাদের চিৎকার শুনে এগিয়ে গেলে ইদ্রিছ আলী (৪৩), তাঁর স্ত্রী ইয়াসমিন আক্তার (৪০), চাচাত ভাই আলী আকবরও (৫০) মারাত্মক আহত হন। সবাইকে ২৫০ শয্যার জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
হামলাকারী পক্ষের মৃত আমির হোসেনের ছেলে পুলিশের হাতে আটক অবস্থায় চিকিৎসাধীন আবু সালিম জানিয়েছেন, মারামারি দুই পক্ষেই হয়েছে। এতে তিনি, তার স্ত্রী হুসনা বেগম (৪৫), রমজান আলীর স্ত্রী ললিতা বেগম (৫০), রমজানের দুই মেয়ে নওরিন (২২) ও মৌমিতা (১৫) আহত হয়েছেন। এরা সবাই পুলিশের হাতে আটক অবস্থায় ২৫০ শয্যার জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন আছেন। নারীদের মহিলা পুলিশের প্রহরায় চিকিৎসা দেওয়া হচ্ছে হাসপাতালের পঞ্চম তলায়। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন সদর থানার ওসি মো. আব্দুল্লাহ আল মামুন।