• শুক্রবার, ১২ সেপ্টেম্বর ২০২৫, ০৩:০৫ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :
ভৈরব চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির বার্ষিক সাধারণ সভা আগামী ১৬ সেপ্টেম্বর বাজিতপুরে ‘জুলাই যোদ্ধা’ রাকিব হত্যার এক মাসেও গ্রেপ্তার হয়নি কেউ, প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন ৬৩ জন কৃষক ঋণ গ্রহন না করেও ঋণ খেলাপী, ভৈরব জনতা ব্যাংকের ম্যানেজারসহ দুইজন বরখাস্ত ইমুতে ৩ মাসের পরিচয়: অতঃপর ধর্ষণ, ধর্ষক গ্রেপ্তার ময়মনসিংহের আওয়ামী লীগ নেতা অনু কিশোরগঞ্জে গ্রেপ্তার কিশোরগঞ্জে ৯ বছর পর হচ্ছে জেলা বিএনপির ত্রিবার্ষিক সম্মেলন কাউন্সিলর ২১০৭ কুলিয়ারচরে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার কটিয়াদীতে মানহীন বিস্কুট খেয়ে দুই শিশু হাসপাতালে তিন প্রতিষ্ঠানকে ৭৫ হাজার জরিমানা এটি কালভার্ট নাকি সেতু মরা নদী আবার মরবে! ভৈরবে বিদ্যালয় ভবন নির্মাণে অনিয়মের অভিযোগ

অষ্টগ্রামে হিন্দুর দোকানে তালা ব্যানার ঝুলিয়ে করা হয় দখল

অষ্টগ্রামে হিন্দুর দোকানে তালা
ব্যানার ঝুলিয়ে করা হয় দখল

# নিজস্ব প্রতিবেদক :-
কিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলা সদরের বড়বাজারে এক হিন্দু মালিকের দোকানে জোরপূর্বক তালা মারা হয়েছে। পুরনো মালিকের নামে ব্যানার ঝুলিয়ে দোকানটি দখল নেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে। জেলা প্রশাসন, উপজেলা প্রশাসন ও থানায় লিখিত অভিযোগ করেও প্রতিকার পাচ্ছে না ভুক্তভোগি পরিবারটি। অভিযোগ করেও প্রতিকার পাচ্ছে না ভুক্তভোগি পরিবার। অষ্টগ্রামের বণিক পাড়ার স্বর্ণ ব্যবসায়ী মানিক চন্দ্র বণিক জানিয়েছেন, তাঁর বাবা নিতাই চন্দ্র বণিক ২০০০ সালের ১৪ জুন সোনাই দীঘিরপাড় এলাকার আব্দুল হেকিমের কাছ থেকে অষ্টগ্রাম বড় বাজারে আধা শতাংশ জায়গাসহ দোকানটি কিনেছিলেন। যার বর্তমান খতিয়ান নম্বর ২১৪৫ ও দাগ নম্বর ১০১০। দোকানের দাতা আব্দুল হেকিম ও গ্রহিতা নিতাই বণিক ইতোমধ্যে মারা গেছেন। প্রয়াত নিতাই বণিকের ছেলে মানিক চন্দ্র বণিক ও তাঁর ভাই আরাধন চন্দ্র বণিকের নামে দোকানটি খারিজও করা হয়েছে।
দোকানটি এলাকার জসিম মিয়ার কাছে ভাড়া দেওয়া ছিল। তিনি মোবাইল ফোন ও ইলেক্ট্রনিক সামগ্রির ব্যবসা করছিলেন। এই ভাড়াটিয়া জসিম মিয়াকে গত ৭ ফেব্রুয়ারি মৃত আব্দুল হাকিমের ছেলে ওয়াজ মিয়া, দানা মিয়া ও জয় মিয়ারা বের করে দিয়ে দোকানে তালা লাগিয়ে দিয়েছেন। তাদের বাবা আব্দুল হেকিমের নাম লেখা ব্যানারও ঝুলিয়ে দিয়েছেন। মানিক বণিক তার আবেদেনে লিখেছেন, এখন দখলদাররা ফেসবুকে মানিক চন্দ্র বণিককে প্রাণনাশের হুমকি দিচ্ছেন। ফলে তার পরিবার নিরাপত্তাহীনতায় রয়েছেন।
মানিক চন্দ্র বণিক গত ১৮ ফেব্রুয়ারি জেলা প্রশাসকের কাছে দোকান দখলের অভিযোগ জানিয়ে লিখিত আবেদন করেছেন। অষ্টগ্রাম উপজেলা নির্বাহী অফিসার এবং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার কাছেও আবেদন করেছেন। দোকান দখলের পর অষ্টগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রুহুল আমিন তাঁর কাছে দোকানের চাবি গচ্ছিত রেখেছেন। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার কাছেও গত সোমবার মানিক চন্দ্র বণিক সহায়তা দাবি করে একটি লিখিত আবেদন করেছেন।
দখলের বিষয়ে জয় মিয়া জানান, মানিক বণিকদের কাছে আধা শতাংশ জায়গা বিক্রি করা হলেও তাদের দখলে বাড়তি আরও আধা শতাংশ জায়গা রয়েছে। এই বাড়তি জায়গাটুকু ছেড়ে দেওয়ার জন্য বার বার বলার পরও তারা জায়গা ফেরত দিচ্ছেন না। সেই কারণেই তালা দেওয়া হয়েছে। তবে মানিক বণিকদের ক্রয় করা জায়গা অক্ষত আছে।
অবশ্য জয়ের বক্তব্য খণ্ডন করে মানিক বণিক জানান, বাড়তি কোন জায়গা দখল করা হয়নি। জয়ের বাবা অন্য মালিকদের কাছেও জায়গা বিক্রি করেছেন। এসব জায়গা থেকে সরকারি রাস্তার জন্যও কিছু অংশ অধিগ্রহণ করা হয়েছে। ফলে জয়ের বাবার কাছ থেকে কেনা জায়গার মধ্যে বরং আরও ১৫ পয়েন্ট জায়গা মানিক বণিকদের ভাগে কম আছে বলে দাবি করেন মানিক বণিক। অষ্টগ্রাম থানার ওসি মো. রুহুল আমিন জানিয়েছেন, দখলদাররা কেবল তাদের পাওনা জায়গার ওপর তালা লাগিয়েছেন বলে তাঁকে জানিয়েছেন। বন্ধ করে দেওয়া দোকানের চাবি থানায় জমা রাখা হয়েছে বলে তিনি স্বীকার করে জানান, বিষয়টি মিমাংশার উদ্যোগ নেওয়া হয়েছে।
অষ্টগ্রাম উপজেলা নির্বাহী অফিসার মোছা. দিলশাদ জাহান জানিয়েছেন, তাঁর কাছে সমস্যাটি জানানো হয়েছে। তিনি বুধবার সব পক্ষকে নিয়ে আলোচনা করে সমাধানের উদ্যোগ গ্রহণ করবেন বলে জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *