# উজ্জ্বল কুমার সরকার :-
কিশোরগঞ্জের হোসেনপুরে প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনমান উন্নয়নে ব্র্যাক ইউপিজি কর্মসূচির আওতায় প্রতিবন্ধী ব্যক্তিদের সহায়ক উপকরণ বিতরণ করা হয়েছে। ২ মার্চ রোববার দুপুরে ঢেকিয়া ব্র্যাক অফিসে এ সহায়ক উপকরণ বিতরণ করা হয়।
এসময় ৫ জন প্রতিবন্ধী ব্যক্তিদের কাস্টমাইজড হুইলচেয়ার বিতরণ করেন হোসেনপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) কাজী নাহিদ ইভা।
কাস্টমাইজড হুইলচেয়ার বিতরণের সময় উপস্থিত ছিলেন, কিশোরগঞ্জ জেলা ব্র্যাক সমন্বয়ক সাফরিনা জান্নাত, কিশোরগঞ্জ ইউপিজি’র রিহ্যাবিলিটেশন ডেপুটি ম্যানেজার সালমা আক্তার, এরিয়া ম্যানেজার (দাবি) মো. বাবুল ইসলাম, এরিয়া ম্যানেজার (প্রগতি) আনোয়ার হোসেন, উপজেলা হিসাব ব্যবস্থাপক মো. শফিকুল ইসলাম, হোসেনপুর ইউপিজির কর্মসূচি সংগঠক প্রদ্যুত মণ্ডলসহ প্রতিবন্ধী ব্যক্তিদের অভিভাবকবৃন্দ।
পরিশেষে উপজেলা নির্বাহী অফিসার কাজী নাহিদ ইভা ব্র্যাকের এই ধরনের সামাজিক উন্নয়নমূলক কার্যক্রমকে সাধুবাদ জানিয়েছেন।