# নিজস্ব প্রতিবেদক :-
আগামী ৫ মার্চ বুধবার কিশোরগঞ্জ আইনজীবী সমিতির ২০২৫-২৬ মেয়াদের নির্বাচন। এবার ১৪টি পদের বিপরীতে ২২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন বলে সমিতির অফিস সূত্রে জানা গেছে। এবার সভাপতি পদে প্রর্থী হয়েছেন বর্তমান সভাপতি আওয়ামী লীগ সংগঠক অ্যাডভোকেট সহিদুল আলম শহীদ ও বিএনপি সংগঠক অ্যাডভোকেট আলাউদ্দিন আহমেদ। সাধারণ সম্পাদক পদে প্রার্থী হয়েছেন বর্তমান সাধারণ সম্পাদক জেলা বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আমিনুল ইসলাম রতন ও জেলা আওয়ামী লীগের সদস্য অ্যাডভোকেট শহীদুল ইসলাম হুমায়ুন।
২ মার্চ রোববার আদালত এলাকায় গিয়ে দেখা গেছে, বিএনপির প্রার্থীরা তাঁদের ব্যানার ও প্রচারপত্রে ‘জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম মনোনীত’ লিখলেও অন্য প্রার্থীরা এরকম কিছুই লেখেননি। এছাড়া সভাপতি প্রার্থী আলাউদ্দিন আহমেদ জানিয়েছেন, তিনি জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সদস্য। কিন্তু তাঁর ব্যানার ও প্রচারপত্রে একথা লেখা নেই। তিনি ব্যক্তিগতভাবে লড়ছেন। গত বছরও আওয়ামী ঘরানার প্রার্থীরা প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন ‘আইনজীবী সমন্বয় পরিষদ’ প্যানেলে।
প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করছেন অ্যাডভোকেট এসএম মাহবুবুর রহমান। এবার ভোটার আছেন ৬০৬ জন। কয়েকজন আইনজীবী জানিয়েছেন, কিশোরগঞ্জ বারে মিত্রসহ আওয়ামী ঘরানার ভোটারই বেশি। যে কারণে প্রতি বছর সংখ্যাগরিষ্ঠ পদে আওয়ামী ঘরানার প্রার্থীরাই জয়ী হন। গত বছরও আইনজীবী সমন্বয় পরিষদ সভাপতিসহ ৯টি পদে জয়ী হয়েছিল। আর জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম সাধারণ সম্পাদকসহ ৫টি পদে জয়ী হয়েছিল। কিন্তু ক্ষমতার পট পরিবর্তনের পর সাম্প্রতিক বিভিন্ন মামলার কারণে অন্তত ৪০ জনের বেশি আইনজীবী আত্মগোপনে আছেন। ফলে এবারের ফলাফলের ওপর এটা প্রভাব ফেলতে পারে বলে অনেকের ধারণা। ভোট গ্রহণ করা হবে বুধবার সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত।