# নিজস্ব প্রতিবেদক :-
কৃষকদের ফসল, বিশেষ করে হাওরের একমাত্র ফসল বোরো ধান অনেক সময় বন্যা, পোকার আক্রমণ, বিভিন্ন রোগবালাই, অনাবৃষ্টি ও খরাসহ নানা দুর্যোগে বিনষ্ট হয়। ক্ষতিগ্রস্ত হন কৃষক। অনেক কৃষকই সহজে এই ক্ষতি কাটিয়ে সহজে ঘুরে দাঁড়াতে পারেন না। ফলে কৃষকদের এই দুর্যোগে সহায়তা হিসেবে ব্র্যাকের মাইক্রোফাইন্যান্স বিভাগ শস্য নিরাপত্তা বীমা চালু করেছে। এর আওতায় কিশোরগঞ্জের বিভিন্ন উপজেলার ৩ হাজার ৫৫৪ জন কৃষক এবার পেয়েছেন শস্য নিরাপত্তা বীমার ৪৮ লাখ ৫৭ হাজার ৮৮৫ টাকা। গত কয়েকদিন ধরে কৃষকদের মাঝে বীমা দাবির এসব টাকা বিতরণ করা হয়েছে। এদের মধ্যে হাওর উপজেলা ইটনাতে মঙ্গলবার ৩৮৩ জন কৃষককে দেওয়া হয়েছে চার লাখ ৫১ হাজার ৬৫৯ টাকা।
জেলার এসব কৃষক ২০২৪ বোরো মৌসুমে নানা রকম ঝুঁকি মোকাবেলায় ব্র্যাকের এই শস্য নিরাপত্তা বীমা সেবা গ্রহণ করেছিলেন। বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে ফসল হানির পর কৃষকরা বীমা দাবির টাকা পাওয়ায় এসব এলাকায় অন্যান্য কৃষকদের মাঝেও ব্যাপক সাড়া পড়েছে। কৃষকদের মাঝে শস্য বীমা সেবা গ্রহণে আগ্রহ বৃদ্ধি পাচ্ছে। ব্র্যাকের হাওর ও চর ডিভিশন ইটনা অঞ্চলের পক্ষে মঙ্গলবার ইটনা উপজেলা কৃষি কর্মকর্তা উজ্জ্বল সাহা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ইটনার ৩৮৩ জন কৃষকের হাতে বীমা দাবির চার লাখ ৫১ হাজার ৬৫৯ টাকার তুলে দেন। এসময় ব্র্যাকের পক্ষে উপস্থিত ছিলেন শস্য নিরাপত্তা বীমা ফিল্ড অপারেশন ব্যবস্থাপক কৃষিবিদ মো. মামুন মিয়া, ইটনার আঞ্চলিক ব্যবস্থাপক আব্দুস সালাম, শাখা ব্যবস্থাপক রবিউল ইসলাম, ব্র্যাকের কৃষি সম্প্রসারণ কর্মকর্তা রাশেদুজ্জামান, লোকমান হোসেন প্রমুখ।
কৃষকরা বীমা সেবার পাশাপাশি মোবাইল ফোন কলের মাধ্যমে সাপ্তাহিক কৃষি ও আবহাওয়ার বার্তাও ব্র্যাকের পক্ষ থেকে পেয়ে থাকেন। মাঠ পর্যায়ে ব্র্যাকের কৃষি সম্প্রসারণ কর্মকর্তাগণ সরকারের পাশাপাশি আধুনিক কৃষি বিষয়ক বিভিন্ন পরামর্শ প্রদান করে যাচ্ছেন। এর ফলে কৃষকদের প্রাকৃতিক কারণে ফসলের ক্ষয়ক্ষতি কাটিয়ে ওঠা অনেকাংশেই সম্ভব হচ্ছে বলে জানা গেছে।