# নিজস্ব প্রতিবেদক :-
হোসেনপুর থেকে এক শীর্ণকায় অজ্ঞাত বৃদ্ধাকে (৬০) নিয়ে দুই ব্যক্তি শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করিয়েছিলেন ৫ ফেব্রুয়ারি রাতে। ১৮ দিন চিকিৎসার পর ২৩ ফেব্রুয়ারি রোববার দুপুরে তিনি মহিলা সার্জারি ওয়ার্ডে মারা গেছেন। বিষয়টি হাসপাতালের সহকারী পরিচালক ডা. নাসিরুজ্জামান সেলিম সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) রোববার লিখিতভাবে জানিয়েছেন। আর ময়না তদন্তশেষে রোববারই পৌর গোরস্থানে মহিলাকে বেওয়াশি হিসেবে দাফন করা হয়েছে।
সদর থানার ওসি মো. আব্দুল্লাহ আল মামুন এ ব্যাপারে খোঁজ নেওয়ার জন্য উপ-পরিদর্শক নাজমুল ইসলামকে হাসপাতালে পাঠিয়েছিলেন। নাজমুল ইসলাম জানান, শরীরে আঘাতের চিহ্ন দেখে ধারণা করা হচ্ছে মহিলা দুর্ঘটনায় আহত হয়েছিলেন। পিবিআই (পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন) আঙ্গুলের ছাপ নিতে গেলেও সেটি ধারণ করা সম্ভন হয়নি। দাফন হয়ে গেলেও তার পরিচয় উদঘাটনের চেষ্টা চলছে। হোসেনপুরের ফায়ার সার্ভিস অফিস এলাকার আব্দুল মজিদ ও ইসমাইল নামে দুই ব্যক্তি মহিলাকে হাসপাতালে ভর্তি করেছিলেন। তাদের সাথেও যোগাযোগ করা হচ্ছে। সকল থানায় বেতার বার্তা পাঠানো হয়েছে। আর কিশোরগঞ্জ ও আশপাশের সকল থানায় মহিলার মৃত অবস্থার ছবিসহ তথ্য পাঠানো হয়েছে বলে জানিয়েছেন উপ-পরিদর্শক নাজমুল ইসলাম।