# নিজস্ব প্রতিবেদক :-
কটিয়াদী উপজেলার বনগ্রাম ইউনিয়নের শিমুহা নেহারদিয়া এলাকায় আব্দুল মজিদ দাখিল মাদ্রাসায় ২০২৫ সালের দাখিল পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে। আজ ২৪ ফেব্রুয়ারি সোমবার মাদ্রসার সুপার মো. আশরাফুল আলমের সভাপতিত্বে ও সহকারী শিক্ষক মো. আব্দুর রহিমের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা জামায়াতে ইসলামীর আমীর অধ্যাপক রমজান আলী। উদ্বোধনী বক্তব্য রাখেন কটিয়াদী উপজেলা পরিষদের সাবেক ভাইস-চেয়ারম্যান মো. শফিকুল ইসলাম মোড়ল। অন্যান্যের মধ্যে জেলা জামায়াতে সহকারী সেক্রেটারি সামছুল আলম শাহীন, জেলা ইসলামী ছাত্র শিবিরের সভাপতি মো. হাসান আল মামুন, বনগ্রাম ইউনিয়ন জামায়াতের আমীর আবু ঈশা আনহু প্রমুখ বক্তব্য রাখেন।