• বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫, ০৩:৩৪ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :
বাংলাদেশে নানা ভাবে আমাদের সমাজ, রাজনীতি দূষিত হয়েছে এই ধরণের সমস্যা সমাধানের জন্য থেরাপি দরকার ………. অধ্যাপক ড.হারুন রশীদ বাজিতপুর প্রেসক্লাবের ৫ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন, আহ্বায়ক রফিকুল ইসলাম ও সদস্য সচিব খলিলুর রহমান আগামী নির্বাচনে দাড়িপাল্লার পক্ষে জোয়ার সৃষ্টি হবে ……. চাকসু জিএস কিশোরগঞ্জে কৃষি বিভাগে কলম বিরতি কর্মসূচী অসহায় নারীর চায়ের দোকান জোরপূর্বক বন্ধ ও লুটপাটের অভিযোগ প্রভাবশালীর বিরুদ্ধে ভৈরব উদয়ন স্কুল আমলাপাড়া শাখায় হেমন্ত উৎসব আয়োজন ভৈরব উদয়ন স্কুল নিউটাউন শাখার স্টুডেন্টস্ প্রেজেন্টেশন-ডে আয়োজন ছিনতাইকারীকে অনুরোধ করে মোবাইল ফেরত নিলেন সাংবাদিক, টাকা খোয়ালেন ১৫ হাজার করিমগঞ্জে বিএনপি নেতার বউকে নিয়ে পালালেন যুবক ভৈরবে বিভিন্ন যানবাহনে জেলা বাস্তবায়ন চাই পতাকা সংযুক্ত কর্মসূচি

বাজিতপুরে ব্যস্ততম সড়কের দুই পাশে গাছের গুঁড়ি, দুর্ঘটনায় আহত ৬ জন

# মোহাম্মদ খলিলুর রহমান :-
কিশোরগঞ্জের বাজিতপুরে সরারচর আঞ্চলিক ব্যস্ততম সড়কের দুই পাশে গাছের গুঁড়ির স্তুপ করে রাখায় যানবাহন চলাচল ব্যহত হচ্ছে। স’মিলে গাছের গুঁড়ি সড়কের ফেলে রাখায় মরণফাঁদে পরিণত হয়েছে। ওই সব গুঁড়ি রাস্তায় স্তুপ করে রাখার কারণে বিভিন্ন সময় দুর্ঘটনা এবং প্রাণহানীর ঘটনা ঘটছে।
২৩ ফেব্রুয়ারি রোববার সকাল ১০টায় সরারচর মঙ্গলবাড়িয়া বাজার এলাকায় সড়কের ওপর স্তুপ করে রাখা গাছের গুঁড়ির সাথে সিএনজি ধাক্কা লেগে সরারচর ইসলামিয়া ফাজিল (ডিগ্রী) মাদ্রাসার প্রভাষক আফরোজা আক্তারসহ ৬ জন মারাত্মক ভাবে আহত হয়ে একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এই ঘটনার পর মাদ্রাসার ছাত্র/ছাত্রী শিক্ষক মিলে স’মিল মালিকদের বিরুদ্ধে একটি গণমিছিল বের করে এবং ময়মনসিংহ থেকে আসা চট্টগ্রাম মেইল ট্রেনটি আটকিয়ে রাখে। বাজিতপুর উপজেলা প্রশাসন খবর পেয়ে ঘটনাস্থলে। ছাত্র শিক্ষকদের দাবির মুখে মহিউদ্দিন আহমেদের ২টি, ঝন্টু ২টি ও সালাউদ্দিনের একটি স’মিল বন্ধ করে দেয়া হয়েছে। স’মিলের বৈধ কাগজ না পাওয়া পর্যন্ত কার্যক্রম স্থগিত রাখার জন্য প্রশাসনিক নির্দেশনা প্রদান করে। একইসাথে রাস্তার উপরে থাকা সকল গাছের গুঁড়ি বা অংশবিশেষ বিনা ব্যর্থতায় সরিয়ে নেয়ার জন্য নির্দেশনা প্রদান করা হয়েছে।
নাম প্রকাশ না করার শর্তে একজন কাঠের ব্যবসায়ী প্রতিবেদককে জানান, সড়কের দুই পাশ ছাড়া গাছের গুঁড়ি রাখার কোন জায়গা নেই। ট্রাক সব স্থানে নেওয়া সম্ভব না। তাই বাধ্য হয়ে সড়কের পাশে গাছ রেখেই ট্রাকে তুলা হয়।
সরারচর ইসলামিয়া ফাজিল (ডিগ্রী) মাদ্রাসার অধ্যক্ষ মুফতি শফি উদ্দিন জানান, সড়কের উপর গাছ ট্রাকে তুলা ও সড়কের দুই পাশেই গাছ রাখার কারণে স্কুল কলেজের ছাত্র-ছাত্রী সহ যানবাহন চলাচল অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে পরে। তিনি আরও জানান, গাছ সরানোর জন্য তিন তিন বার পদক্ষেপ নেওয়ার পরও কোন কার্যকরি সুফল পাওয়া যায়নি। এসব বন্ধ করার জন্য প্রশাসনের হস্তক্ষেপ জোর দাবি জানাই।
স্থানীয় একাধিক প্রথচারি জানান, বাজিতপুরে সরারচরে মঙ্গলবাড়িয়া বাজার ও ফুটবল খেলার মাঠ সংলগ্ন অন্তত ৭টি স্থানে বিভিন্ন এলাকা থেকে কেটে আনা বিশাল বিশাল গাছ রাস্তার দুইপাশ দখল করে সারিবদ্ধভাবে ফেলে রাখা হয়। এতে জনচলাচলের বিঘ্ন সৃষ্টি করছে। গাছের ব্যবসায়ীরা কাউকেই তুয়াক্ষা করে না। যেখানে সেখানে গাছ ফেলে জন দুর্ভোগ সৃষ্টি করছে। এদের বিরুদ্ধে প্রশাসন আইনি ব্যবস্থা গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি।
উল্লেখ্য যে, বাজিতপুর ২৯টি করাত কলের মধ্যে ২৪ টির লাইসেন্স নেই।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *