# এম.আর রুবেল :-
ভৈরবে পাওয়ার অব অ্যাটর্নি নিয়ে স্ত্রীর নামে জায়গা লিখে নেয়ার অভিযোগ উঠেছে সাইফুল ইসলাম নামে এক ব্যক্তির বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত সাইফুল ইসলামের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ এনে ২৩ ফেব্রুয়ারি রোববার দুপুরে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী মো. সুজন মিয়া ও তার পরিবারের লোকজন।
ভুক্তভোগীরা জানান, শহরের কমলপুর পঞ্চবটি ঈদগাঁ মাঠ সংলগ্ন খতিয়ান এসএ ১০০ ও ৩০৫, আরএস ১৩৪ এবং এসএ দাগ নং ৭১৯২ ও ৭১৯৪ এবং বি,এস/আর,এস ৪১৬৩নং দাগের ২.৫০ শতাংশ পরিমান সম্পত্তিকে ১ ফুট সম্পত্তির কথা বলে ভুক্তভোগী সুজন মিয়াকে ভুল বুঝিয়ে কৌশলে গত ১৬ নভেম্বর ২০২১ সালে ভৈরব সাব রেজিস্ট্রার অফিসে রেজিস্ট্রিকৃত ৭৬৩৪নং দলিলে অপ্রত্যাহারযোগ্য পাওয়ার অব অ্যাটর্নি নেন প্রতারক সাইফুল ইসলাম।
প্রতারণার উদ্দেশ্যে পাওয়ার অব অ্যাটর্নি নেয়ার আনুমানিক ১ বছর পর সুজন মিয়া গংদের অন্য একটি জায়গা প্রতারক সাইফুল ইসলাম তাঁর নিজ স্ত্রী মোছা. রোকেয়া বেগম সাদিয়া এর নামে ৮/১০/২০২২ ও ১৭/০৪/২৩ সালে দুইটি দলিলের মাধ্যমে সাফ কবলা দলিল করে জোরপূর্বক দখল করার অপচেষ্টায় লিপ্ত হন। স্ত্রীর নামে লিখে নেওয়া জমির দলিল নং- ৭৮৯৭/২২ ও দলিল নং- ২৭৫১/২৩।
ভুক্তভোগী সুজন মিয়ার পরিবারের লোকজন সরল বিশ্বাসে সাইফুল ইসলামকে পাওয়ার অব অ্যাটর্নি দেয়ার সুযোগ নিয়ে প্রতারণার মাধ্যমে সাইফুল ইসলাম নিজের স্ত্রীর নামে জমি দলিল করে উক্ত জমি দখল করতে আসলে ভুক্তভোগী সুজন মিয়ার পরিবার লোকজনের কাছে সাইফুল ইসলামের প্রতারণার বিষয়টি ধরা পড়ে। পরে সাইফুল ইসলামের কাছ থেকে জমি ফেরত চাইলে ভুক্তভোগীদের বিভিন্ন ধরনের মেরে ফেলার হুমকি ধামকি দিচ্ছে বলে অভিযোগ করা হয়।
সংবাদ সম্মেলনে উপস্থিত নিরীহ সুজন মিয়া, বোন সুমি বেগম ও তার পরিবারের লোকজন স্থানীয় প্রশাসন ও সংশ্লিষ্ট দপ্তরসহ ভৈরবের সুধী সমাজের নেতৃবৃন্দের হস্তক্ষেপ কামনাসহ সরকারের দৃষ্টি আকর্ষণ করে তাদের পৈত্রিক সম্পত্তি ফিরে পাওয়ার দাবি জানান।
পঞ্চবটি গ্রামের বাসিন্দা ইটালী প্রবাসী সোহাগ আহমেদ জানান, সুজন মিয়ার জায়গার পার্শ্ববর্তী একটি জায়গা তিনি অন্য মালিকের কাছ থেকে জায়গা কিনেন। প্রতারক সাইফুল ইসলাম সুজন মিয়ার জায়গার সাথে তার জায়গাও জোরপূর্বক দখল করে টিনের বেড়া দেয়। তিনি জানান, সাইফুল ইসলাম একজন প্রতারক। পাঁচ বছর আগেও সে বাসের হেলপার ছিলো। নিরীহ মানুষের জায়গা জমি প্রতারণার মাধ্যমে দখল করে ৫তলা বিল্ডিংয়ের মালিক বনে যায়। তিনি প্রতারক সাইফুলের হাত থেকে সাধারণ মানুষকে রক্ষা করার দাবি জানান প্রশাসনের নিকট।
পঞ্চবটি গ্রামের বাসিন্দা ভুক্তভোগী জয়নাল আবেদীন রিটন জানান, সাইফুল ইসলাম তার কাছেও অন্য একটি জায়গার কথা বলে কৌশলে পাওয়ার অব অ্যাটর্নি নিয়ে প্রতারণার মাধ্যমে অন্য একটি বসতবাড়ি সাইফুলের স্ত্রী রোকেয়া বেগম সাদিয়ার নামে দলিল করে জোরপূর্বক জায়গা দখল করে। এছাড়াও সাইফুল ইতিপূর্বে রহমান মিয়া নামে এক ব্যক্তির বাড়িতে আমাদের জায়গা আছে বলে জানান। আমি চাইলে সে সমস্ত কাগজপত্র তুলে জায়গা বের করে দিবে, বিনিময়ে তাকে আমার একটা অংশ দিতে হবে। আমি সম্মত হলে সে জায়গার সকল কাগজপত্র তুলে এনে রহমান মিয়ার বাড়িতে গিয়ে ২ দফায় আমিন নিয়ে মাপ দিলে আমরা নিশ্চিত হই পৈতৃক সূত্রে এখানে আমাদের জায়গা আছে। পরবর্তীতে সিদ্ধান্ত হয় আবারো মাপ দিতে হবে। ৩ দফায় মাপের দিন আমরা বুঝতে পারি সাইফুল ওই পক্ষের সাথে মিলে প্রতারণার আশ্রয় নেন। তখন মাপামাপি থেকে চলে আসি। সে আমার মত আরো কয়েক জনের সাথে এমন প্রতারনা করেছে এমন ঘটনারও খবর পেয়েছি।
এ বিষয়ে অভিযুক্ত সাইফুল ইসলাম বলেন, সুজন মিয়ার কাছ থেকে একটি পাওয়ার অব অ্যাটর্নি ও দুটি দলিলের মাধ্যমে বৈধভাবে তার স্ত্রী রোকেয়া বেগম সাদিয়ার নামে দলিল করে দেন। একটি মহল তার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ এনে এলাকায় দুর্নাম রটাচ্ছে বলে দাবি করেন তিনি।
এ বিষয়ে ভৈরব পৌরসভার সাবেক প্যানেল মেয়র মো. আক্তারুজ্জামান বলেন, জায়গায় কেনা বেচার বিষয়টি অবগত আছি। এখন যদি সুজন মিয়ার পরিবার দাবি করেন তাদের সাথে প্রতারণার মাধ্যমে জায়গা লিখে নেন সাইফুল ইসলাম। তাহলে দুই পক্ষের সাথে বসে সালিশ দরবারের মাধ্যমে বিষয়টি মিমাংসা করার চেষ্টা করবো।