# মিলাদ হোসেন অপু :-
কিশোরগঞ্জের কুলিয়ারচরে গরু বিক্রি করতে এসে রাস্তা পারাপারের সময় জলিল মিয়া নামের এক পথচারীর মৃত্যু হয়েছে। আজ ২০ ফেব্রুয়ারি বৃহস্পতিবার বিকাল ৩টার দিকে কুলিয়ারচর নোয়াগাঁও বাসস্ট্যান্ড সংলগ্ন গরু বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত জলিল মিয়া (৪০) ভৈরব উপজেলার কালিকাপ্রসাদ ইউনিয়নের মিরারচর গ্রামের ওমরার বাড়ির দোয়া গাজীর ছেলে।
এ সময় মোটরসাইকেল চালক বাজরা বাসস্ট্যান্ড এলাকার শাহবুদ্দিনের ছেলে রফিকুল ইসলাম (২৭)কে আটক করা হয়েছে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, নিহত জলিল দুই সপ্তাহ পর প্রবাসে যাওয়ার কথা ছিল। সে বৃহস্পতিবার দুপুরে নিজের একটি গরু বিক্রির উদ্দেশ্যে নোয়াগাঁও বাসস্ট্যান্ড গরুর হাটে পাইকারের সাথে কথা বলতে আসছিলো। এ সময় ভৈরব-কিশোরগঞ্জ আঞ্চলিক সড়ক পারাপার হতে গেলে ভৈরবমুখী একটি মোটরসাইকেল তাকে ধাক্কা দেয়। এতে সে ঘটনা স্থলেই নিহত হয়।
এ বিষয়ে নিহতের বড় ভাই আলমগীর মিয়া বলেন, ৬ সন্তানের জনক আমার ভাই। দুই সপ্তাহের ভিতরে যে কোন দিন মধ্যপ্রাচ্যের দেশ সৌদী আরবে তার ফ্লাইট ছিল। বৃহস্পতিবার সকালে তার পালিত গরু বিক্রির জন্য নোয়াগাঁও বাজারে গেলে রাস্তা পারাপারের সময় ঘাতক মোটরসাইকেল আমার ভাইকে ধাক্কা দিলে সে ঘটনাস্থলেই মৃত্যু বরণ করেন।
এ বিষয়ে চালক রফিকুল ইসলাম বলেন, ভৈরবের অফিস থেকে বাড়ি গিয়েছিলাম দুপুরের খাবার খেতে। ফেরার পথে নোয়াগাঁও গরু বাজারের সামনে ট্রাক ও সিএনজি মধ্যে দিয়ে মোটরসাইকেল চালিয়ে যাওয়ার সময় হঠাৎ সামনে এসে পড়েন জলিল নামের ব্যক্তি। আমিও ছিটকে পড়ে যায়। পরে দেখি তিনি মৃত্যু বরণ করেছেন।
এ বিষয়ে ভৈরব হাইওয়ে থানা অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ নূরুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থল এসে মরদেহ উদ্ধারসহ মোটরসাইকেল ও চালককে আটক করে থানায় আনা হয়েছে। নিহতের পরিবারের অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।