# নিজস্ব প্রতিবেদক :-
বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা অ্যাডভোকেট ফজলুর রহমান বলেছেন, ‘আমরা ১৭ বছর ভোটাধিকারের জন্য লড়াই করেছি। খুন হয়েছি, গুম হয়েছি। কাজেই অবিলম্বে জাতীয় নির্বাচন দিতে হবে। ৮ আগস্ট যখন ড. ইউনূস শপথ নিয়েছিলেন, দেশের ১৮ কোটি মানুষ আমরা সমর্থন দিয়েছিলাম। এখন বিশ্বাসের অমার্যাদা শুরু হয়েছে। আইয়ুব-এরশাদের মত কুটিল পথে নির্বাচন করলে আমরা কাউকে ছাড়বো না। নির্বাচন দীর্ঘায়িত হতে দিব না।’ দলের দেশব্যাপী কর্মসূচীর অংশ হিসেবে গতকাল বুধবার বিকালে কিশোরগঞ্জ শহরের পুরাতন স্টেডিয়ামে আয়োজিত দলীয় জনসভায় প্রধান অতিথির বক্তৃতায় ফজলুর রহমান এসব কথা বলেন।
জেলা বিএনপির সভাপতি ও কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক শরীফুল আলমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাজহারুল ইসলামের সঞ্চালনায় জনসভায় তিনি আরও বলেন, বিএনপি জামায়াতকে সবসময় আগলে রেখেছে। বেগম খালেদা জিয়া আগলে রেখেছেন। এখন তারা বলে নৌকা আর ধানের শীষ. দুই সাপের একই বিষ। আমরা মুক্তিযুদ্ধের মধ্যে দিয়ে বাংলাদেশ এনেছি। এখন যারা মুক্তিযুদ্ধ মানে না, এদেশকে পাকিস্তান বানাতে চায়, তাদেরকে আপনারা চেনেন। তাদের চরিত্রের পরিবর্তন হয়নি। তাদের সাথে আমাদের ঐক্য হবে না। আওয়ামী লীগ পালাইছে। এখন বিএনপির কোন প্রতিদ্বন্দ্বি নাই। এখন নির্বাচন হলে বিএনপি দুই-তৃতীয়াংশ আসন পাবে। তিনি ড. ইউনূসকে উদ্দেশ্য করে বলেন, আপনার অনেক সম্মান। ১০ জন মন্ত্রীকে একত্রিত করলেও আপনার সমান হবে না। আপনার প্রধানমন্ত্রী হবার স্বপ্ন লালন করা ঠিক নয়। তিনি সমন্বয়কদের বক্তব্য এবং আচরণ নিয়েও সমালোচনা করেন।
ফজলুর রহমান বলেন, এখানে ওয়াজ মাহফিল হবে। আবার মনের বিকাশের জন্য নাটক হবে. যাত্রা হবে, গান হবে, কবিতা হবে। শত ফুল না হলে যেমন ফুল বাগান হয় না, শত ধরনের মানুষ আর সংস্কৃতি না থাকলে মানুষেরও বাগান হয় না। ১৯৬৪ সাল থেকে ১৯৭৯ সাল পর্যন্ত মুসলিম লীগের শাসন ছিল। তখনও কিশোরগঞ্জ স্টেডিয়ামে প্রদর্শনী হয়েছে। যাত্রা, গানসহ সমস্ত রকম সাংস্কৃতিক কর্মকাণ্ড হয়েছে। এখানে কেউ কাউকে বাধা দিতে পারে না। ফজলুর রহমান বলেন, তারেক রহমান দেশকে নেতৃত্ব দেওয়ার মত একজন যোগ্য নেতা। তাঁকে আটকানোর জন্য জাতীয় ও আন্তর্জাতিক চক্রান্ত চলছে।
জনসভায় বিশেষ অতিথি কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক আবু ওয়াহাব আকন্দ ছাড়াও কেন্দ্রীয় নির্বাহী কমিটির দুই সদস্য লায়লা বেগম ও শেখ মুজিবুর রহমান ইকবাল, জেলা বিএনপির সহ-সভাপতি রেজাউল করিম খান চুন্নু, জাহাঙ্গীর আলম মোল্লা, রুহুল হোসাইন, জালাল মো. গাউস, মো. জালাল উদ্দিন, শরীফুল ইসলাম, যুগ্ম-সাধারণ সম্পাদক খালেদ সাইফুল্লাহ সোহেলসহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ বক্তৃতা করেন। দুপুরের পর থেকেই বিভিন্ন এলাকা থেকে বড় বড় মিছিল এসে স্টেডিয়ামের জনসভায় যোগ দেয়। এক পর্যায়ে স্টেডিয়াম পরিপূর্ণ হয়ে ওঠে।