# মিলাদ হোসেন অপু :-
দেশের বৃহৎ জুট কারখানা জব্বার জুট মিল বিনা নোটিশে বন্ধ করে রেখেছে মালিকপক্ষ। ফলে বেকার হয়ে পড়েছে কয়েক শতাধিক নারী ও পুরুষ শ্রমিক। শ্রমিকদের দাবি রাতের আধারে পালিয়েছে জব্বার জুট মিল মালিকপক্ষ। মিল দ্রুত চালু না হলে সড়ক, রেল ও নদীপথ অবরোধের ঘোষণা দিয়েছেন শ্রমিকরা। আজ ৮ ফেব্রুয়ারি শনিবার সকাল ১১টায় জুট মিলের ভিতর মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে শ্রমিকরা। সমাবেশ শেষে জুট মিল এলাকায় মিছিলে অংশ নেন শ্রমিক পক্ষের লোকজন।
সমাবেশে বক্তব্য দেন, শ্রমিক সর্দার জামাল মিয়া, জলিল মিয়া, মফিজ উদ্দিন, ইউসুফ মিয়া, নারী শ্রমিক সর্দার আইরিন বেগম, সাকিনা বেগম, রাজিয়া বেগম ও জমিলা বেগম প্রমুখ।
এসময় বক্তারা বলেন, আমরা জব্বার জুট মিলের শ্রমিকরা মালিক পক্ষের খেলার পুতুল হয়ে গেছি। দীর্ঘ প্রায় ৩৫ বছর যাবত অত্যন্ত দক্ষতা ও অভিজ্ঞতার দ্বারা মিলটি চালিয়ে যাচ্ছি। ২০২৩ সালে ২২ জুন হঠাৎ মিল বন্ধ করে দেয়। পরবর্তীতে আমাদের শ্রমিকরা বিভিন্ন জায়গায় কাজ কর্মে জড়িয়ে পড়ি। কিন্তু গত বছর ৬ অক্টোবর আমাদের বেতন প্রতিজনকে পূর্বের চেয়ে ৫০ টাকা বেশি হাজিরা বাড়িয়ে দেওয়ার আশ্বাস দিয়ে পুনরায় মিল চালু করে। আমরা নির্বোধ শ্রমিকরা মালিক পক্ষের কথা শুনে বিভিন্ন জায়গায় কর্মরত শ্রমিকদের এনে মিলটি চালু করলেও ১ সপ্তাহ চালিয়ে বিনা নোটিশে মিলটি বন্ধ করে দেয়। আমরা বসে বসে বেতন নিতে চাই না। মিল চালু করলে কর্ম করে মজুরি নিতে চাই।
এসময় শ্রমিকদের দাবি, কোম্পানি ইচ্ছাকৃত মিলটি বন্ধ করলে আমাদের লেবার ‘ল’ মোতাবেক ৩ মাস ১৩ দিনের মূল বেতন ও ২০২৩/২৪ সালের ১০ দিন ছুটির টাকা ও আসন্ন ঈদুল ফিতর ও ঈদুল আযহার বোনাস পরিশোধ করতে হবে।
শ্রমিকরা আরো বলেন, মিল কর্তৃপক্ষ বলেন মিলে নাকি লোকসান হচ্ছে। কিন্তু আমরা জানি কতিপয় অসাধু কর্মকর্তাদের অনিয়ম দুর্নীতির কারণে মালিক লোকসানে পড়ছে। অবিলম্বে তাদেরকে সরিয়ে মিলটি চালু করিলে মালিকপক্ষ যেমন লাভবান হবেন তেমনি শ্রমিকদেরও কর্মসংস্থান হবে।
এসময় মিল সর্দার মফিজ উদ্দিন বলে, মিলের কিছু দুষ্কৃতিকারী কর্মকর্তাদের চুরির ফলে মিলের মালিক পক্ষ লোকসানে রয়েছে। ১৯৬২ সাল থেকে আমি মিলে কর্মরত রয়েছি। কিছু অসাধু কর্মকর্তাদের কারণে কোন মালিক পক্ষই টিকতে পারেনি।
এ সময় নারী শ্রমিক জমিলা বেগম বলেন, আমাদের বাইরে কেউ কাজে রাখে না। তারা বলেন মিল চালু হলেতো চলে যাবে তাই কাজ করতে দেয় না। মালিক নতুন একজন ম্যানেজার দিয়ে আমাদের মিল চালু করে দিক। আমাদের দ্বারা লাভ না হলে বেতন নিবো না। মিল চালু না হলে পরিবার নিয়ে না খেয়ে থাকতে হবে।
এ সময় সর্দার জামাল মিয়া বলেন, মিলটি যখন শুরু হয়েছিল তখন ১২শ কর্মচারী ছিল। এখন সাড়ে ৩শ কর্মচারী রয়েছে। মালিক পক্ষ লোকসানের কোন কারণ দেখি না। শুধু কিছু অসাধু কর্মকর্তাদের লুটপাটের কারণে মিলটি ধ্বংস হচ্ছে।
তিনি কঠোর হুঁশিয়ারি দিয়ে বলেন, যদি দ্রুত সময়ের মধ্যে মিলটি চালু না করা হয় তাহলে আমরা কঠোর আন্দোলনে যাবো। প্রয়োজনে নৌ-পথ, রেলপথ ও সড়ক পথ অবরোধ করে নিজেদের অধিকার প্রতিষ্ঠা করবো।
এ বিষয়ে কথা হলে জব্বার জুট মিলের বিদ্যুৎ প্রকৌশলী মাহমুদুন্নবী বলেন, মিলে পাট আনার যে মূল রাস্তাটি রয়েছে সেটি সংস্কারের কাজ চলছে। এই কারণে বর্তমানে মিলে পাট আনা যাচ্ছেনা বলে মিলটি সাময়িক ভাবে বন্ধ রাখা হয়েছে। রাস্তাটির সংস্কার শেষ হলে দ্রুত সময়েরে মধ্যেই মিলের সকল কার্যক্রম পুনরায় চালু করা হবে। এছাড়াও মালিক পক্ষের সাথে আলোচনা করে কিছু সংখ্যক কর্মকর্তাকে অপসারণ করে নতুন করে নিয়োগ দেয়া হবে।