# নিজস্ব প্রতিবেদক :-
কিশোরগঞ্জ শহরের খরমপট্টি এলাকায় সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের বাসায় বৃহস্পতিবার রাতে ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনা ঘটেছে। এস্কেভেটর দিয়ে রাত ১০টার দিকে স্টেশন রোডে জেলা আওয়ামী লীগ কার্যালয় গুড়িয়ে দিয়ে একদল বিক্ষুব্ধ জনতা আবদুল হমিদের বাসায় হামলা চালায়। এসময় বাসা থেকে একটি মোটরসাইকেল আর কিছু আসবাবপত্র বের করে এনে বাসার সামনে আগুন ধরিয়ে দেওয়া হয়। এর আগে গত ৫ আগস্টও এ বাসায় হামলা, লুটপাট ও অগ্নিসংযোগ করা হয়েছিল।
বিক্ষুব্ধ ছাত্র-জনতা ৫ ফেব্রুয়ারি বুধবার রাতে জেলা আওয়ামী লীগের ভাঙা কার্যালয়টিতে আবারও অগ্নিসংযোগ করে। আর ৬ ফেব্রুয়ারি বৃহস্পতিবার রাতে এস্কেভেটর লাগিয়ে কার্যালয়টি ভেঙে মাটিতে মিশিয়ে দিয়েছে। এর আগে গত ৪ আগস্টও দলীয় কার্যালয়টিতে ভাঙচুর চালিয়ে আগুন দেওয়া হয়েছিল। এর পর থেকে কার্যালয়টি পরিত্যক্ত অবস্থায় ছিল। বিক্ষুব্ধরা বৃহস্পতিবার রাতে খরমপট্টি এলাকায় ঢাকা মহানগর পুলিশের সাবেক ঊর্ধ্বতন কর্মকর্তা বিপ্লব কুমার সরকারের বাসায়ও হামলা চালিয়েছে। শহরতলির বিন্নাটি মোড়ে বঙ্গবন্ধুর ছবি সংবলিত একটি স্মৃতিস্তম্ভেও এস্কেভেটর দিয়ে ভাঙচুর করা হয়েছে।