• বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫, ০৩:১৪ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :
ইমুতে ৩ মাসের পরিচয়: অতঃপর ধর্ষণ, ধর্ষক গ্রেপ্তার ময়মনসিংহের আওয়ামী লীগ নেতা অনু কিশোরগঞ্জে গ্রেপ্তার কিশোরগঞ্জে ৯ বছর পর হচ্ছে জেলা বিএনপির ত্রিবার্ষিক সম্মেলন কাউন্সিলর ২১০৭ কুলিয়ারচরে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার কটিয়াদীতে মানহীন বিস্কুট খেয়ে দুই শিশু হাসপাতালে তিন প্রতিষ্ঠানকে ৭৫ হাজার জরিমানা এটি কালভার্ট নাকি সেতু মরা নদী আবার মরবে! ভৈরবে বিদ্যালয় ভবন নির্মাণে অনিয়মের অভিযোগ কুলিয়ারচরে শ্বশুর বাড়ি থেকে ফেরার পথে দুই মোটরসাইকেল আরোহী গুলিবিদ্ধ ভৈরবে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে তিন প্রতিষ্ঠানকে ৭৫ হাজার টাকা জরিমানা ভৈরবে স্বাস্থ্য কমপ্লেক্সের অবসরপ্রাপ্ত কর্মকর্তা কর্মচারীদের বিদায় সংবর্ধনা

চাকরির জন্য সার্টিফিকেট নেওয়া হলো না শিক্ষার্থী সজলের, সড়ক দুর্ঘটনায় মৃত্যু

# মিলাদ হোসেন অপু :-
চাকরির জন্য সার্টিফিকেট নিতে এসেও নেওয়া হলনা রাজশাহীর জয়পুরহাটের বাসিন্দা শিক্ষার্থী সজল হক (২৭) এর। ৭ ফেব্রুয়ারি শুক্রবার সকালে ঢাকা-সিলেট মহাসড়কে নরসিংদী জেলার রায়পুরা উপজেলার বারৈচা পুটিমারা আরআর সি ফিড মিল সংলগ্ন এলাকায় সড়কে কভার্ডভ্যানের ধাক্কায় ঘটনাস্থলেই মৃত্যু হয় তার। এসময় সাথে থাকা তার বন্ধু মোটরসাইকেল চালক হাসানুজ্জামান গুরুতর আহত হয়। নিহত সজল ও তার বন্ধু দুইজনই মোটরসাইকেল আরোহী ছিলেন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ভৈরব হাইওয়ে থানা পুলিশ।
জানা যায়, নিহত সজল রাজশাহীর জয়পুরহাট সদর থানার সাদিকার পাড়া এলাকার মৃত জাফর সর্দারের ছেলে। এ ঘটনার পর কভার্ডভ্যানসহ চালক পালিয়ে যাওয়ার চেষ্টা কালে কভার্ডভ্যানসহ তাকে গ্রেপ্তার করা হয়। কভার্ডভ্যান চালক চট্রগ্রামের বাঁশখালী থানার নোয়াপাড়া এলাকার আবুল বাশারের ছেলে আব্দুল্লাহ (২৪)।
নিহতের পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, ৬ ফেব্রুয়ারি নিজ বাড়ি রাজশাহীর জয়পুরহাট থেকে ঢাকায় এসেছিল দুই বন্ধু সজল ও হাসানুজ্জামান। ঢাকায় রাত্রিযাপন করে ৭ ফেব্রুয়ারি ঢাকা থেকে সিলেটের শ্রীমঙ্গলে ঘুরতে যাবেন বলে মোটরসাইকেল করে রওনা দিয়েছিল দুই বন্ধু। নরসিংদীর বারৈচা পুটিমারা আরআর সি ফিড মিল এর সমানের সড়কে পৌঁছা মাত্র বেলা সাড়ে ১১টায় সিলেটগামী একটি কভার্ডভ্যান পিছন থেকে ধাক্কা দিলে দুই বন্ধু ছিটকে পড়ে যায়। স্থানীয়রা ছুটে এসে দুইজনকে উদ্ধার করলে ঘটনাস্থলেই সজলের মৃত্যু হয়। চালক হাসানুজ্জামান আহত হয়। এ ঘটনার পর কভার্ড ভ্যানসহ চালক পালিয়ে গেলে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ভৈরব বাসস্ট্যান্ড দুর্জয়মোড় এলাকা থেকে কভার্ড ভ্যানসহ চালককে আটক করে হাইওয়ে থানা পুলিশ।
এ বিষয়ে নিহতের বড় ভাই রমজান আলী বলেন, আমার তিন ভাইয়ের মধ্যে সজল ছোট। আমার ভাই চাকরির জন্য ঢাকা থেকে সার্টিফিকেট তুলে নিতে এসেছিল। ঘুরতে যাওয়ার বিষয়টি আমরা জানতাম। আমার ছোট ভাই নিজেকে স্বাবলম্বী করতে চেষ্টা চালিয়ে যাচ্ছিল। এত কষ্ট করে লেখা পড়া করে স্বপ্ন পূরণ করতে পারলো না। ঘাতক কভার্ডভ্যান চালক আমার ভাইয়ের জীবন কেড়ে নিলো। আমি কভার্ডভ্যান চালকের শাস্তি চাই।
এ বিষয়ে ভৈরব হাইওয়ে থানা অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ নূরুল হক বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করি। কভার্ডভ্যান পালিয়ে যাওয়ার চেষ্টা করেছিল। ভৈরব থেকে তাকে গ্রেপ্তারসহ কভার্ডভ্যান জব্দ করা হয়েছে। নিহতের ভাই বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *