# উজ্জ্বল কুমার সরকার :-
হোসেনপুর পৌর এলাকায় ইমারত নির্মানের লক্ষ্যে নকশা অনুমোদনের জন্য দাখিলকৃত আবেদনগুলো যাচাই বাছাই পূর্বক অনুমোদন দেওয়ার উদ্দেশ্যে ৫ ফেব্রুয়ারি বুধবার বিকালে পৌরসভার সভাকক্ষে হোসেনপুর পৌরসভার ইমারত/স্থাপনা নির্মানের নকশা অনুমোদন ও ভবনের গুণগত মান নিশ্চিতকরণ কমিটির সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন পৌরসভার প্রশাসক ফরিদ-আল-সোহান। তিনি বিশ্ব এজতমার দায়িত্বে থাকায় ভার্চুয়ালি এই সভার কার্যক্রম পরিচালনা করেন।
সভায় উপস্থিত ছিলেন, ইন্সটিটিউশান অব ইঞ্জিনিয়ারস বাংলাদেশের প্রতিনিধি প্রকৌশলী মিন্টু কুমার সরকার, ইন্সটিটিউশন অব আর্কিটেক্টস বাংলাদেশ এর প্রতিনিধি স্থপতি মাহমুদুল হক সজীব, ইন্সটিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ারস বাংলাদেশ এর প্রতিনিধি রেদোয়ান আহমেদ, পরিবেশ অধিদপ্তর কিশোরগঞ্জ জেলা কার্যলয়ের প্রতিনিধি জি এম নজরুল ইসলাম, হোসেনপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সাব অফিসার মো. শামছুল হক, কিশোরগঞ্জ পৌরসভার ভারপ্রাপ্ত নগর পরিকল্পনাবিদ মো. মিজানুর রহমান, হোসেনপুর উপজেলা প্রকৌশলী গালীব মোর্শেদ, পৌর নির্বাহী কর্মকর্তা একেএম হাবিবুল্লাহ, পৌরসভার সহকারী প্রকৌশলী মো. শেখ ফরিদসহ পৌরসভার অন্যান্য শাখা কর্মকর্তাগণ।
সভায় প্রনীত নকশাগুলোর উপর ইমারত নির্মাণ বিধিমালা ১৯৯৬ এবং ন্যাশনাল বিল্ডিং কোড ১৯৯৩ এর বিধিবিধানের গুরুত্ব আরোপ করা হয় এবং ইমারত নির্মাণকালীন সময় গুণগতমান নিশ্চিত করার বিষয়ে পদক্ষেপ গ্রহনের প্রতি গুরুত্ব আরোপ করা হয়।