# উজ্জ্বল কুমার সরকার :-
কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার স্বর্ণ ব্যবসায়ী মালিক সমিতির নবনির্বাচিত কার্যকরী পরিষদের অভিষেক অনুষ্ঠিত হয়েছে। ২৪ জানুয়ারি শুক্রবার বিকেলে স্বর্ণ পট্টি এলাকায় অভিষেক অনুষ্ঠানের আয়োজন করে হোসেনপুর উপজেলার স্বর্ণ ব্যবসায়ী মালিক সমিতি।
উপদেষ্টা মো. সাইদুল মীর এর সভাপতিত্বে ও সুবল চন্দ্র বনিক তাপসের পরিচালনায় অভিষেক অনুষ্ঠানে বক্তব্য রাখেন, বাচ্চু মীর, মোজাম্মেল মীর, আবুল হোসেন মীর, মাসুদ মীর ও বাবন সরকার প্রমুখ।
উল্লেখ্য বিনা প্রতিদ্বন্দ্বিতায় দ্বি-বার্ষিক নির্বাচনে আলমগীর হোসেন সভাপতি ও মো. পারভেজ মীর সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। এছাড়াও কোষাধ্যক্ষ মোহাম্মদ রুবেল মীর, সাংগঠনিক সম্পাদক রুবেল মীর, ক্রীড়া সম্পাদক তানভীর মীর, প্রচার সম্পাদক শ্রী শ্যামল চন্দ্র দাস, সাংস্কৃতিক সম্পাদক মো. রাসেল মীর।