• শনিবার, ১৮ জানুয়ারী ২০২৫, ০৭:০৪ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :
ভৈরবে র‌্যাব পুলিশের অভিযানে ৬ ছিনতাইকারী আটক কুলিয়ারচরে গ্রাম পুলিশের সাথে জেলা প্রশাসকের মতবিনিময় আপডেট ; ভৈরবে আওয়ামী লীগের পরিত্যক্ত কার্যালয়ের স্বেচ্ছাসেবকলীগ অফিস থেকে হোটেল শ্রমিকের মরদেহ উদ্ধার তাড়াইলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদ রুবেলের কবর জিয়ারত করলেন ইউএনও কুলিয়ারচর উপজেলা মহিলা বিএনপির কর্মীসভা অনুষ্ঠিত নিকলীতে বিএনপির সম্মেলনে ভোটে নির্বাচিত মিঠু-হেলিম ভৈরবে আওয়ামী লীগের পরিত্যক্ত কার্যালয়ের স্বেচ্ছাসেবকলীগ অফিস থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার এবার মামলা হলো সাবেক রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীসহ ১২৪ জনের বিরুদ্ধে তাড়াইলে বিজ্ঞান ও প্রযুক্তি মেলা শেষ হয়েছে হোসেনপুরে পরিমাপে কারচুপির দায়ে পেট্রোল পাম্পকে জরিমানা

শিক্ষকতা জীবনের ইতি টানলেন ইলিয়াস উদ্দিন চুন্নু

# রাজন সরকার :-
দীর্ঘ ২৯ বছরের শিক্ষকতা জীবনের ইতি টানলেন কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার চরটেকী গার্লস স্কুল এন্ড কলেজের সিনিয়র শিক্ষক মো. ইলিয়াস উদ্দীন চুন্নু।
এ উপলক্ষে গত ৬ জানুয়ারি সোমবার দুপুরে বিদ্যালয় প্রাঙ্গণে তার অবসর জনিত এক বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়। অশ্রু সিক্ত নয়নে সহকর্মী ও শিক্ষার্থীরা ফুলেল শুভেচ্ছা, ক্রেস্ট, উপহার ও স্মৃতিচারণের মধ্য দিতে এই গুণী শিক্ষককে বিদায় দেন।
চরটেকী গার্লস স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মো. আমিনুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জাংগালিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপির যুগ্ম-আহবায়ক মো. তৌফিকুল ইসলাম।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির যুগ্ম-আহবায়ক সাইফুল ইসলাম হীরা, প্রতিষ্ঠান পরিচালনা পর্ষদের সাবেক সভাপতি একেএম ফজলুল হক বাচ্চু, মোসাদ্দেক হাবিব কাঞ্চন, চরকাওনা ২নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আজহারুল ইসলাম পলাশ, হাজী জাফর আলী কলেজের প্রভাষক আমির খসরু, চরটেকী উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আজিজুল হক মিলন, যুবনেতা প্রভাষক মুঞ্জরুল হক, পরিচালনা পর্ষদের সাবেক সদস্য জাকির হোসেন প্রমুখ।
জানা যায়, ইলিয়াস উদ্দিন চুন্নু ১৯৯৬ সালে চরটেকী গার্লস স্কুল এন্ড কলেজে শিক্ষকতা পেশায় যোগদান করেন। এরপর থেকে তিনি অত্যান্ত সুনামের সাথে পাঠদান করে গেছেন। তিনি শুধু শিক্ষকই ছিলেন না, তিনি একজন দক্ষ সংগঠকও ছিলেন। বহু সামাজিক সাংস্কৃতিক সংগঠন ও সেবামূলক কাজের নেতৃত্ব দিয়েছেন তিনি।
ইলিয়াস উদ্দিন চুন্নু জানান, প্রিয় সহকর্মী, শিক্ষার্থী ও ক্যাম্পাস ছেড়ে যেতে সত্যি খুবই কষ্ট লাগছে। কখন যে শিক্ষকতা জীবনের ২৯টি বছর কাটিয়ে দিয়েছি টেরই পায়নি। অধ্যক্ষ মহোদয়, সহকর্মী ও শিক্ষার্থীদের ধন্যবাদ জানাই সুন্দর আয়োজনের মাধ্যমে আমাকে বিদায়ী সংবর্ধনা দিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *