# আলমগীর পাঠান :-
বেলাব উপজেলার নারায়ণপুর ইউনিয়নের হোসেননগর পাইলট হাই স্কুলের নবীনবরণ অনুষ্ঠান ২০২৫ উদযাপিত হয়েছে। আজ ২ ফেব্রয়ারি বৃহস্পতিবার সকালে স্কুলের মিলনায়তনে নবীনদের ফুল দিয়ে বরণ করেন স্কুলের বিদায়ী দশম শ্রেণির পরীক্ষার্থীরা।
এসময় মান্নান সাকিনা এডুকেশন ফাউন্ডেশনের পক্ষ থেকে নবীন ৫৩ জন শিক্ষার্থীদের মধ্যে উপহার সামগ্রী বিতরণ করা হয়া।
উপজেলা নির্বাহী অফিসার ও হোসেননগর পাইলট স্কুলের সভাপতি মো. আব্দুল করিমের সভাপতিত্বে ও সহকারী শিক্ষক মো. জনী মীরের পরিচালনায় উপস্থিত ছিলেন, এমআরডিআই এর এ্যাডভাইজার ও হোসেননগর পাইলট স্কুলে সাবেক সভাপতি মো. সাহিদ হোসেন, হোসেননগর পাইলট স্কুলের সাবেক সভাপতি ও বাংলাদেশ বিমানবাহিনীর সাবেক এয়ারকোমডর মো. খালিদ হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শেখ মতিউর রহমান, হোসেননগর পাইলট স্কুলের প্রধান শিক্ষক মো. আমিনুল হক চৌধুরী, হোসেন নগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মান্নান, বিশিষ্ট শিক্ষানুরাগী ও সমাজ সেবক মো. আক্তারুজ্জামান মিলন’সহ প্রমুখ।
মো. আব্দুল করিম বলেন, পড়ালেখার কোনো বিকল্প নেই। আজ যারা এখানে ভর্তি হয়েছে তাদের সবাইকে পড়ালেখার প্রতি অবশ্যই মনোযোগী হতে হবে। কারণ আজকের তোমরা আগামী দিনের ভবিষ্যৎ।