• শুক্রবার, ১২ সেপ্টেম্বর ২০২৫, ০৬:০৪ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :
ভৈরব চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির বার্ষিক সাধারণ সভা আগামী ১৬ সেপ্টেম্বর বাজিতপুরে ‘জুলাই যোদ্ধা’ রাকিব হত্যার এক মাসেও গ্রেপ্তার হয়নি কেউ, প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন ৬৩ জন কৃষক ঋণ গ্রহন না করেও ঋণ খেলাপী, ভৈরব জনতা ব্যাংকের ম্যানেজারসহ দুইজন বরখাস্ত ইমুতে ৩ মাসের পরিচয়: অতঃপর ধর্ষণ, ধর্ষক গ্রেপ্তার ময়মনসিংহের আওয়ামী লীগ নেতা অনু কিশোরগঞ্জে গ্রেপ্তার কিশোরগঞ্জে ৯ বছর পর হচ্ছে জেলা বিএনপির ত্রিবার্ষিক সম্মেলন কাউন্সিলর ২১০৭ কুলিয়ারচরে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার কটিয়াদীতে মানহীন বিস্কুট খেয়ে দুই শিশু হাসপাতালে তিন প্রতিষ্ঠানকে ৭৫ হাজার জরিমানা এটি কালভার্ট নাকি সেতু মরা নদী আবার মরবে! ভৈরবে বিদ্যালয় ভবন নির্মাণে অনিয়মের অভিযোগ

ভৈরবে তারুণ্যের উৎসব উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

# মো. আলাল উদ্দিন :-
ভৈরব উপজেলা প্রশাসনের আয়োজনে নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে “তারুণ্যের উৎসব-২০২৫” উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। আজ ২ জানুয়ারি বৃহস্পতিবার সকাল ১১টায় উপজেলা সম্মেলন কক্ষে অনুষ্ঠিত প্রস্তুতিমূলক সভায় সভাপতিত্ব করেন, ভৈরব উপজেলা নির্বাহী অফিসার শবনম শারমিন।
এসময় অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. রিদওয়ান আহমেদ রাফি, ভৈরব সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার নাজমুস সাকিব, লেফটেন্যান্ট মো. সায়িম, ভৈরব থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শাহীন মিয়া, উপজেলা বিএনপির সভাপতি মো. রফিকুল ইসলাম, পৌর বিএনপির সভাপতি ও সাবেক পৌর মেয়র হাজী মো. শাহীন, উপজেলা প্রকৌশলী ইশতিয়াক আহমেদ, উপজেলা শিক্ষা অফিসার মো. ছিদ্দিকুর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. আবুল হোসেন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক ভিপি মো. মজিবুর রহমান, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ভিপি সাইফুল হক, রিপোর্টার্স ক্লাব ও ইউনিটির সাধরণ সম্পাদক মো. আলাল উদ্দিন, নিরাপদ সড়ক চাই (নিসচা) ভৈরব শাখার সিনিয়র সহ-সভাপতি মো. নুরুজ্জামান, সমাধান টিভির চেয়ারম্যান ডা. আব্দুল লতিফ (আরপিসি), উপজেলা যুবদলের আহবায়ক মো. দেলোয়ার হোসেন সুজন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর ভৈরব উপজেলার আমির মৌলানা মো. কবীর হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মো. আরিফুল হক সুজন, পৌর যুবদলের সদস্য সচিব জুবায়ের আল মাহমুদ আফজাল, গণ অধিকার পরিষদের নেতা ইমতিয়াজ আহমেদ কাজল, শিল্পকলা পরিষদের কর্মকর্তা সংগীত শিল্পী লিটন মোল্লা, ভৈরব মফস্বল সাংবাদিক ইউনিয়নের সভাপতি এম এ হালিম, ভৈরব রিপোর্টার্স ক্লাব ও ইউনিটি সহ-সাধারণ সম্পাদক এম আর রুবেল, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম নেতা শরীফুল হক জয়, সদস্য মোজাকির সাব্বির, আবির, ভৈরব ইমাম ওলামা পরিষদের সভাপতি আব্দুল্লাহ আল আলামিন, খেলাফত মজলিশের সভাপতি মো. সাইফুল ইসলাম প্রমুখ। “এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই” এই স্লোগান’কে সামনে রেখে তারুণ্যের উৎসব ২০২৫ উপলক্ষে মাসব্যাপী বিভিন্ন কর্মসূচি পালনের সিদ্ধান্ত গ্রহন করা হয়। এর মধ্যে উল্লেখযোগ্য অনুষ্ঠানমালার মধ্যে রয়েছে, বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা, আলোচনা সভা, মাদকবিরোধী প্রীতি ফুটবল ম্যাচ, জুলাই বিপ্লবের চিত্রপ্রদর্শনী, স্কুল কলেজের শিক্ষার্থীদের বিতর্ক প্রতিযোগীতা, পিঠা উৎসব, দেশীয় সাংস্কৃতিক ঐতিহ্যকে তুলে ধরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান, পরিস্কার পরিচ্ছন্নতা অভিযানসহ নানাবিধ বর্ণিল অনুষ্ঠানমালা। অনুষ্ঠানে উপজেলায় কর্মরত বিভিন্ন দপ্তরের প্রধান, উপজেলা ও পৌর বিএনপি, জামায়াতে ইসলামী ভৈরব উপজেলা ও পৌর, গণ অধিকার পরিষদ, ইমাম ওলামা পরিষদ ও খেলাফত মজলিশের অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন নিউজ পোর্টালের সাংবাদিকবৃন্দ, ওস্তাদ ইসরাইল সংগীত একাডেমি ও ভৈরব শিল্পকলা পরিষদসহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *