# নিজস্ব প্রতিবেদক :-
গৌরব, ঐতিহ্য, আত্মত্যাগ ও অগ্রযাত্রার এই শ্লোগানকে সামনে রেখে কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় পৃথক র্যালি ও সমাবেশের মধ্য দিয়ে ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে। ১ জানুয়ারি বুধবার দুপুর সাড়ে ১২টায় পৌরসদরের পাট মহাল সড়কে এবং বিকেল ৪টায় ডাকবাংলো মাঠে পৃথক ভাবে র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
দুপুর সাড়ে ১২টায় পৌরসদরের পাটমহালে আয়োজিত আলোচনা সভায় উপজেলা ছাত্রদলের সভাপতি মো. মাজহারুল হক উজ্জলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা জজ কোর্টের পিপি ও উপজেলা বিএনপির আহবায়ক অ্যাডভোকেট মো. জালাল উদ্দিন। গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন, ঢাকার শান্ত মারিয়াম ইউনিভার্সিটির সহযোগী অধ্যাপক ভাষ্কর হাবীবা আখতার পাপিয়া।
উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মো. শাহীন আলম জনীর সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির যুগ্ম-আহবায়ক মো. তৌফিকুল ইসলাম, মো. আতিকুর রহমান মাসুদ, মো. আব্দুস সাত্তার, মো. সুরুজ মিয়া, পৌর বিএনপির সভাপতি এসএএম মিনহাজ উদ্দিন, সাধারণ সম্পাদক মো. শরীফুল ইসলাম সুজন, উপজেলা যুবদলের সভাপতি মিজানুর রহমান খান সুমন, যুগ্ম-আহবায়ক রাকিবুল আলম ছোটন, পৌর ছাত্রদলের আহবায়ক মো. শামসুল আলম সবুজ, পাকুন্দিয়া সরকারি কলেজ শাখা ছাত্রদলের আহবায়ক মো. নাজমুল হুদা, উপজেলা ছাত্রদলের যুগ্ম-আহবায়ক এহসানুল হক ছানু, ছাত্রনেতা সাবিয়াত হোসেন তুহিন প্রমুখ।
অপরদিকে বিকাল ৪টায় পৌরসদরের ডাকবাংলো মাঠে আয়োজিত অনুষ্ঠানে উপজেলা ছাত্রদলের যুগ্ম-আহবায়ক মাজহারুল হক শিপুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক ও সাবেক ইউপি চেয়ারম্যান ভিপি মো. কামাল উদ্দিন। অনুষ্ঠানটির উদ্বোধক ছিলেন, উপজেলা যুবদলের যুগ্ম-আহবায়ক ইঞ্জিনিয়ার আমিনুল হক জর্জ। প্রধান বক্তা ছিলেন, উপজেলা ছাত্রদলের যুগ্ম-আহবায়ক শাকিল মাহমুদ সম্রাট।
উপজেলা ছাত্রদলের যুগ্ম-আহবায়ক রবিন আহমেদ ও কলেজ শাখা ছাত্রদলের সদস্য সচিব আরমান হোসেনের যৌথ সঞ্চালনায় অন্যদের মধ্যে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সহ-আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট আসাদ রেজা, যুগ্ম-আহ্বায়ক ও সাবেক প্যানেল মেয়র আবদুল কদ্দুছ, পৌর বিএনপির ৫ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি হাজী জসিম উদ্দিন। এ সময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা কৃষকদলের সাধারণ সম্পাদক বোরহান উদ্দিন, উপজেলা শ্রমিকদলের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক রনি, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম-আহ্বায়ক সজিব আহমেদ ও উপজেলা কৃষকদলের সাংগঠনিক সম্পাদক আবু রায়হান প্রমুখ।