# নিজস্ব প্রতিবেদক :-
কিশোরগঞ্জে দরিদ্র শ্রমজীবীদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। ১ জানুয়ারি বুধবার সকালে জেলা শহরের রথখলা মাঠে কিশোরগঞ্জ পৌরসভার সাবেক দু’বারের মেয়র বিএনপি নেতা আলহাজ্ব আবু তাহের মিয়ার উদ্যোগে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও প্রয়াত শ্রমিক নেতাদের রুহের মাগফিরাতের জন্য দোয়া মাহফিল এবং আলোচনা সভা করা হয়। এর পর দেড় হাজার দরিদ্র শ্রমজীবী নারী-পুরুষের মাঝে কম্বল বিতরণ করা হয়।
আবু তাহের মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম, বিশেষ অতিথি জেলা বিএনপির সহ-সভাপতি অ্যাডভোকেট জাহাঙ্গীর আলম মোল্লা, সদর উপজেলা বিএনপির সভাপতি খালেদ সাইফুল্লাহ সোহেল, জেলা জাতীয়তাবাদী শ্রমিক দলের সভাপতি সালাহ উদ্দিন বাচ্চু ও সাধারণ সম্পাদক দিদারুল হক প্রমুখ উপস্থিত ছিলেন।
নগুয়া বটতলা এলাকার অসুস্থ বেকার নির্মাণ শ্রমিক আব্দুল হামিদ, গাইটাল ফার্মের মোড়ের বৃদ্ধা দুলেনা বেগম ও আখড়াবাজার এলাকার রিকশা চালক কাজল মিয়াকে এই প্রচণ্ড শীতে একটি করে কম্বল পেয়ে বেশ খুশি মনে বাড়ি ফিরতে দেখা গেছে।