# মোস্তফা কামাল :-
কিশোরগঞ্জের আলোচিত পাগলা মসজিদের দান বাক্সে বিপুল পরিমাণ টাকা পাওয়া যাচ্ছে। এবার তিন মাস ১৩ দিন পর ৩০ নভেম্বর শনিবার পাওয়া গেছে ৮ কোটি ২১ লাখ ৩৪ হাজার ৩০৪ টাকা। এর সাথে পাওয়া গেছে বিপুল পরিমাণ চিঠি ও চিরকুট। এসব চিঠিতে কারও প্রেম সফল হওয়ার কামনা, কারও আরোগ্য কামনা, কারও শিক্ষায় সাফল্য কামনা, কারও মামলা থেকে রেহাই পাবার কামনা, কারও ভাল স্বামী বা স্ত্রী পাবার কামনা, কারও সন্তান কামনা, ইত্যাদি নানা রকম মনষ্কামনার কথা এসব চিঠি ও চিরকুটে উল্লেখ থাকে। অধিকাংশ চিঠিই থাকে কাঁচা হাতে লেখা, বানান আর ভাষাগত ভুলে ভরা।
এবার ১১টি দানবাক্সের ২৯ বস্তা টাকার সাথে যেসব চিঠি পাওয়া গেছে, সেগুলি বাছাই করার পর এক বস্তা হয়েছে। মসজিদের প্রশাসনিক কর্মকর্তা শওকত উদ্দিন ভূঁইয়া জানিয়েছেন, এই মসজিদে জুমার নামাজে দূর দূরান্তের মুসল্লিরা আসেন। তখন মাইকে চিঠি ফেলতে বারণ করা হয়। এর পরও চিঠি ফেলা হচ্ছে।
৪ সেপ্টেম্বর তারিখ দিয়ে ‘তোমার পাপী বান্দা’ পরিচয়ে একজন কাঁচা হাতে চিঠিতে লিখেছেন, ‘হে প্রিয় পাগলা মসজিদ, আমি একজন সৌদিয়ানকে ভালবাসি। হে মহান আল্লাহ তুমি তাদের আমার করে দাও। আমি যেন তাকে বিবাহ করিতে পারি (সুম্মা আমিন)। হে আমার রব, তুমি আমাকে খালি হাতে ফিরিয়ে দিও না। হে রব, তুমি আমারে নবীর দেশে পবিত্র মাটিতে জন্মগ্রহণ করার সৌভাগ্য দিয়েছ—। আমি যেন আবার সেই সৌভাগ্য নিয়ে তোমার পবিত্র মাটিতে মৃত্যুবরণ করিতে পারি (আমিন)। আমি যেন পড়ালেখাই ভাল হতে পারি, আমার পরিবারে যেন শান্তী বয়ে আসে (আমিন)। আমি যেন হালাল রুজি রোজগার করিতে পারি (আমিন)। হে রব, হে মহান আল্লাহ তোমার কাছে দুই হাত তুলিয়া চাহিতেছি তুমি আমাকে মক্কাবাসীর ভাল এক উত্তম, দ্বীনি সুদর্শন লোকের সহিত বিবাহ করিয়ে দাও (আমিন)। চিঠির শেষ প্রান্তে তিনি সকলের কাছে দোয়া চেয়েছেন।
পাগলা মসজিদের প্রশাসনকি কর্মকর্তা শওকত উদ্দিন ভূঁইয়া বলেন, এসব চিঠি দানবাক্সে ফেলার কারণে বাক্সের বাড়তি জায়গা দখল করে। যে কারণে অনেক সময় বাক্স ভর্তি হয়ে যায়, কাঠি দিয়ে ঘা দিয়ে দিয়ে টাকা ঢোকাতে হয়। তিনি বলেন, কারও মনোবাঞ্ছা পূরণের জন্য দোয়া করতে পারেন। চিঠি দেওয়ার কোন অর্থ হয় না। এসব চিঠি টাকা বাছাইয়ের সময় বাড়তি সমস্যা তৈরি করে। শেষ পর্যন্ত মসজিদ কমিটির সিদ্ধান্তে এসব পুড়িয়ে দেওয়া হয়। তিনি বলেন, কমিটির সভাপতি জেলা প্রশাসকের সাথে আলাপ করবেন, দানবাক্সে চিঠি না ফেলার আহবান জানিয়ে মসজিদের সামনে একটি নোটিশ টানানো যায় কি না। মিডিয়াতে এসব চিঠির খবর প্রচার হবার কারণে দানবাক্সে চিঠি ফেলার প্রবণতা বেড়ে গিয়েছিল। তবে জুমার দিন চিঠি ফেলতে বারণ করার কারণে এবার এক বস্তা হয়েছে। আগে দুই বস্তা আড়াই বস্তা হতো।
সরকারি গুরুদয়াল কলেজের প্রাক্তন শিক্ষক পাগলা মসজিদ সংলগ্ন গাইটাল এলাকার বাসিন্দা মো. ওয়াহিদুজ্জামান বলেন, এসব চিঠি মানুষের মাঝে এক ধরনের কৌতুকের পরিবেশের জন্ম দিচ্ছে। তিনিও সবাইকে এ ধরনের চর্চা বন্ধ করার আহবান জানিয়েছেন।