# নিজস্ব প্রতিবেদক :-
কিশোরগঞ্জের হোসেনপুরে এক হিন্দু মালিকের ফিসারিতে বিএনপি ও যুবদল নেতা-কর্মীরা হামলা ও ভাঙচুর করে মাছ লুটের চেষ্টা চালিয়েছেন। ছিনিয়ে নিয়ে গেছেন মাছ কিনতে আসা ঢাকার ব্যবসায়ীর টাকা। এসব ঘটনায় সহযোগী ছিলেন এক ছাত্রলীগ নেতাও। হামলায় আহত করা হয়েছে তিনজনকে। ঘটনাস্থল থেকে জেলা ছাত্রলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেনকে পুলিশ আটক করেছে বলে জানা গেছে। এসব ঘটনা জানিয়েছেন ফিসারির কেয়ারটেকার ও অংশীদার মুখলেছুর রহমান মুকুল।
২৪ নভেম্বর রোববার হোসেনপুরের গোবিন্দপুর ইউনিয়নের গাঙ্গাটিয়া এলাকার পানান বিলের ওই ফিসারিতে গিয়ে হামলা ও ভাঙচুরের আলামত পাওয়া গেছে।
মুখলেছুর রহমান মুকুল জানিয়েছেন, ওই এলাকায় গাঙ্গাটিয়ার জমিদার পরিবারের শেষ বংশধর মানবেন্দ্রনাথ চক্রবর্তী চৌধুরীর ৮৫ একর জায়গার ওপর ৮টি বড় ফিসারি রয়েছে। মানবেন্দ্রনাথ বৃদ্ধ বয়সে এসব ফিসারি দেখাশোনা করতে পারেন না বলে পার্শ্ববর্তী হরিশচন্দ্রপট্টি গ্রামের মুখলেছুর রহমান মুকুল ও জেলা সদরের বিন্নগাঁও এলাকার শামছুল হুদা চন্দনকে ৬০ ভাগ শেয়ার দিয়েছেন। এরাই মূলত ফিসারিতে মাছচাষ ও বাজারজাত করেন। অনেক দিন ধরেই স্থানীয় বিএনপি নেতা গোলাপ মিয়া, যুবদল নেতা এরশাদ ও পিন্টুসহ স্থানীয় প্রভাবশালী ব্যক্তিরা ফিসারিতে হামলার পরিকল্পনা করে আসছিলেন। ৫ আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের পর বিভিন্ন সময় ৭০ লাখ টাকা চাঁদা দাবিসহ মাছ লুট করে নিয়ে গেছেন। এ ঘটনায় শামছুল হুদা চন্দনের ছেলে মশিউর রহমান ২৯ অক্টোবর হোসেনপুর থানায় একটি সাধারণ ডায়রি (ডায়রি নম্বর ১৩২৫) করেছেন।
এদিকে ২৩ নভেম্বর শনিবার রাতে ঢাকা থেকে মাছ ব্যবসায়ীরা ৫টি পিকআপ ও ১০ লাখ টাকা দিয়ে পাঠিয়েছিলেন ফিসারি থেকে মাছ নেওয়ার জন্য। জেলেদের দিয়ে আগেই মাছগুলো ধরে রাখা হয়েছিল। কিন্তু রাত সাড়ে ১০টার দিকে বিএনপি নেতা গোলাপ মিয়া, উপজেলা যুবদলের সদস্য সচিব সোহেল, যুগ্ম-আহবায়ক এরশাদ, সদস্য পল্টু ও ছাত্রলীগ নেতা সাদ্দামসহ প্রায় ৮০ জন সন্ত্রাসী ট্রাকগুলো আটক করে চালকদের কাছ থেকে চাবি ছিনিয়ে নেয় এবং মাছের টাকাও ছিনিয়ে নেয়। এরপর এরা দা, কিরিচ ও বল্লমসহ দেশীয় অস্ত্র নিয়ে ফিসারিতে হামলা চালায়। এসময় মুখলেছুর রহমান মুকুল ফিসারির একটি ঘরে শুয়ে ছিলেন। সন্ত্রাসীরা ওই ঘরের স্টিলের দরজা ভাঙতে ব্যর্থ হয়ে জানালার কাঁচ ভাঙচুর করে জানালা নিয়ে মুকুলকে কিরিচ ও বল্লম দিয়ে আঘাত করার চেষ্টা করে। এসময় মুকুল সোফার আড়ালে মেঝেতে শুয়ে পড়ায় আঘাত করতে পারেনি। কিন্তু মুকুলের ফুফাত ভাই কবিরকে রামদা ও বল্লম দিয়ে বাম কানের পাশে ও বাম উরুতে আঘাত করলে তাকে কিশোরগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়। হামলায় সুমন ও জুনায়েদ নামে আরও দুজন আহত হন। তারাও চিকিৎসা নিয়েছেন। সন্ত্রাসীরা ফিসারির আরও একটি ঘরের টিনের বেড়ায় রামদা দিয়ে কুপিয়েছে। ফিসারির গভীর নলকূপ ভেঙেছে। ফিসারিতে রাখা ৫টি মূল্যবান মোটরসাইকেলও ভাঙচুর করেছে। হামলার পর সন্ত্রাসীরা ‘সন্ত্রাসীদের কালোহাত, ভেঙে দাও গুড়িয়ে দাও’ শ্লোগান দিতে দিতে চলে যায় বলে জানিয়েছেন মুখলেছুর রহমান মুকুল। ঢাকায় নেওয়ার জন্য প্রায় ২০০ মণ মাছ ধরে ফিসারিতেই জালের ঘেরাও তৈরি করে রাখা হয়েছিল। মাছগুলো এখন মরে ফুলে ভেসে উঠছে। এতে লাখ লাখ টাকার ক্ষতির আশঙ্কা করা হচ্ছে।
হোসেনপুর উপজেলা বিএনপির আহবায়ক জহিরুল ইসলাম মবিন বলেছেন, বিএনপি বা যুবদল পরিচয়ে যারা ওই ফিসারিতে গিয়েছেন, তাদের কোন দায় বিএনপি নেবে না। তাদেরকে জেলা বিএনপির এক প্রভাবশালী নেতা ইন্দন দিচ্ছেন বলেও তিনি জানান। এরা দোষি সাব্যস্ত হলে যেন যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়, তিনি সেই দাবি জানিয়েছেন।
এদিকে ফিসারিতে হামলার খবর পেয়ে রাতেই হোসেনপুর থানার ওসি মারুফ হোসেনের নেতৃত্বে পুলিশ গিয়ে সাদ্দাম হোসেন নামে জেলা ছাত্রলীগের যুগ্ম-সাধারণ সম্পাদককে আটক করে থানায় নিয়ে যায়। রোববার দুপুরে হোসেনপুরের ইউএনও অনিন্দ্য মণ্ডল ও হোসেনপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সুজন চন্দ্র সরকার ফিসারি পরিদর্শন করেন।
ইউএনও জানিয়েছেন, ফিসারিতে গোলাপ মিয়ার অংশিদারিত্ব আছে বলে দাবি করছেন। কিন্তু কোন রকম অংশিদারিত্বের কাগজপত্র নেই। অবৈধভাবে ফিসারি দখলের চেষ্টা করছেন। এ নিয়ে সেনা কর্মকর্তা এবং পুুলিশ কর্মকর্তাসহ ইতোপূর্বে দরবার করলেও গোলাপ মিয়া কোন বৈধ কাগজপত্র দেখাতে ব্যর্থ হয়েছেন।
পুলিশ সুপার মোহাম্মদ হাছান চৌধুরী হামলার বিষয়ে বলেছেন, অপরাধ যেই করুক, কঠোর হস্তে দমন করা হবে। এ ব্যাপারে পুলিশ বিভাগ জিরো টলারেন্স প্রদর্শন করবে। এ ঘটনায় মামলা দায়ের হলে আইনানুগ ব্যবস্থ গ্রহণ করা হবে।
এ ব্যাপারে কথা বলার জন্য অভিযুক্ত গোলাপ মিয়ার মোবাইল ফোনে একাধিকবার চেষ্টা করেও ফোনটি বন্ধ পাওয়া যায়। শামছুল হুদা চন্দনের ছেলে মশিউর রহমান বাদী হয়ে হামলার ঘটনায় রোববার রাতে থানায় মামলা করেছেন বলে জানিয়েছেন মুখলেছুর রহমান মুকুল।