# নিজস্ব প্রতিবেদক :-
কিশোরগঞ্জে চাঁদাবাজির হাতির আক্রমণে এক ওষুধ ব্যবসায়ী মারা গেছেন। ১ জুলাই সোমবার সন্ধ্যায় মাসুদুর রহমান (৪৫) নামে ওই ব্যবসায়ী আক্রমণের শিকার হলে আজ ২ জুলাই মঙ্গলবার বিকালে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে তিনি মারা যান। হাতির মাহুত গোপালগঞ্জ সদরের মৃত আসমত মোল্লা ছেলে রিয়াজ মোল্লাকে (২৫) পুলিশ আটক করেছে। আর হাতিটিকে শহরের নগুয়া এলাকায় রাখা হয়েছে বলে জানিয়েছেন সদর থানার ওসি মো. গোলাম মোস্তফা।
জানা গেছে, রিয়াজ হাতি নিয়ে শহরের বিভিন্ন এলাকায় চাঁদাবাজি করছিলেন। সোমবার সন্ধ্যায় শহরের নগুয়া বাসস্ট্যান্ড এলাকায় মাসুদুর রহমানের ওষুধের দোকানে যায়। এক পর্যায়ে সেখানকার লোকদের সাথে হাতির চাঁদাবাজি নিয়ে বাকবিতণ্ডা হয়। মাসুদুর রহমান এগিয়ে গেলে হাতিটি তাকে শুঁড় দিয়ে তুলে রাস্তায় আছাড় মারে। মাথায় গুরুতর আহত অবস্থায় তাকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখান থেকে আজ মঙ্গলবার সকালে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানেই বিকালে তিনি মারা যান। ওসি গোলাম মোস্তফা জানিয়েছেন, নিহতের পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে আইনী ব্যবস্থা গ্রহণ করবেন।