# নিজস্ব প্রতিবেদক :-
সুবিধা নিতে গিয়ে প্রায়ই দুই নৌকায় পা দিয়ে চলতেন কিশোরগঞ্জ জেলা ছাত্রলীগ সভাপতি আনোয়ার হোসেন মোল্লা সুমন। তার বিরুদ্ধে এমনই অভিযোগ দলের লোকদের। এবার সেই খেসারত দেওয়ার পালা। দুই নৌকায় পা দিয়ে চলতে গিয়ে এবার তিনি একুল ওকুল- দুই কুলই হারাতে বসেছেন বলে প্রচার রয়েছে।
আগামী ২৭ জুলাই সদর উপজেলার বৌলাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে উপ-নির্বাচন। এখানকার সাবেক চেয়ারম্যান উপজেলা আওয়ামী লীগের সভাপতি আওলাদ হোসেন এবার উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় ইউপি চেয়ারম্যান পদটি শূন্য হয়েছে বলে উপ-নির্বাচন হচ্ছে। ৪ জুলাই মনোনয়ন পত্র জমা দেওয়ার শেষ দিন। ২৭ জুলাই ভোটগ্রহণ। এই ইউনিয়নে ছাত্রলীগ সভাপতি সুমনের পৈত্রিক নিবাস। নির্বাচনে সুমনের বড়ভাই জেলা ছাত্র লীগের সাবেক বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মোশারফ হোসেন মোল্লা বাবুল চেয়ারম্যান পদে প্রার্থী হচ্ছেন মর্মে সুমন তার ফেসবুকে বাবুলের ছবি সংবলিত একটি পোস্টার আপলোড করেছেন। এর আগের বারও দলীয় প্রার্থী আওলাদ হোসেনের বিরুদ্ধে বাবুল বিদ্রোহী প্রার্থী হয়ে পরাজিত হয়েছিলেন। তবে সুমনের ভাগ্নে সাবেক জেলা ছাত্র লীগের সহসভাপতি নাজমুল হোসেন হীরার কথিত স্ত্রীর গত ৩০ জুন দায়ের করা একটি পর্নোগ্রাফির মামলায় সুমন আর বাবুল আত্মগোপনে রয়েছেন। ভাগনে হীরা কারাগারে রয়েছেন।
গত ৭ জানুয়ারির সংসদ নির্বাচনে আনোয়ার হোসেন মোল্লা সুমন ও তার ভাই বাবুল নৌকার বিজয়ী প্রার্থী ডা. সৈয়দা জাকিয়া নূর লিপির পক্ষে সক্রিয়ভাবে কাজ করেছেন। আর বর্তমান উপজেলা চেয়ারম্যান আওলাদ হোসেন সক্রিয় ছিলেন ডা. লিপির বড়ভাই স্বতন্ত্র এমপি প্রার্থী মেজর জেনারেল (অব.) সৈয়দ সাফায়েতুল ইসলামের পক্ষে। ফলে উভয় পক্ষই পরস্পরকে আক্রমণাত্মক ভাষায় সমালোচনাও করেছেন। কিন্তু আওলাদ হোসেন ইউপি চেয়ারম্যান পদ ত্যাগ করে গত উপজেলা নির্বাচনে জয়ী হয়েছেন। সেই কারণে পরবর্তী ইউপি নির্বাচনে সুমনের ভাই বাবুলের পক্ষে আওলাদ হোসেনের সমর্থনের আশ্বাসে সুমন ও বাবুল উপজেলা নির্বাচনে আওলাদ হোসেনের পক্ষে সক্রিয়ভাবে কাজ করেছেন বলে অভিযোগ রয়েছে।
কিন্তু আওলাদ হোসেন আসন্ন ইউপি নির্বাচনে সুমনের ভাই বাবুলকে সমর্থনের সম্ভাবনা উড়িয়ে দিয়েছেন। তিনি এ প্রতিনিধিকে জানান, সুমন গত উপজেলা নির্বাচনে তাঁকে যতই সমর্থন দিক না কেন, ইউপি নির্বাচনে সুমনের ভাইকে সমর্থ দেওয়া হবে, এরকম কোন আশ্বাস তিনি দেননি। তিনি বলেন, ‘আমি রাজনীতি করি। আমার পক্ষ থেকে কাউকে আগাম এ ধরনের আশ্বাস দেওয়ার প্রশ্নই আসে না। এখানে যারাই প্রার্থী হোক না কেন, জনগণ যাকে ভোট দেবে, তিনিই নির্বাচিত হবেন। এখানে আমার কোন ভূমিকা থাকবে না।’
অন্যদিকে সদর উপজেলার সাবেক চেয়ারম্যান সদর উপজেলা ছাত্র লীগের সাবেক সভাপতি মামুন আল মাসুদ খানও গত সংসদ নির্বাচনে নৌকার পক্ষে সক্রিয় ছিলেন। তখন একই মঞ্চে অনেকবার নৌকার প্রার্থীর উপস্থিতিতে মামুন ও ছাত্রলীগ সভাপতি সুমন বক্তৃতা করেছেন। গত উপজেলা নির্বাচনে মামুন আল মাসুদ খান আবারও নির্বাচন করে আওলাদ হোসেনের কাছে পরাজিত হয়েছেন। ফলে মামুনও জানান, আসন্ন ইউপি নির্বাচনে সুমনের ভাই বাবুল প্রার্থী হলেও মামুনদের পক্ষের কারও সমর্থন বা সহযোগিতা পাবেন না। মামুনও বলেন, সুমন সুবিধাবাদী লাইন ধরতে গিয়ে সব কুলই হারিয়েছেন।
এ ব্যাপারে আনোয়ার হোসেন মোল্লা সুমন জানান, ইউপি নির্বাচনে আওলাদ হোসেনের সমর্থনের আশ্বাসে নয়, বরং একই ইউনিয়নের মানুষ হওয়ায় এবং উপজেলা আওয়ামী লীগের সভাপতি হওয়ায় সুমন ও তার ভাই বাবুল উপজেলা নির্বাচনে আওলাদকে সমর্থন করেছিলেন। এছাড়া আগেরবার যখন বাবুল চেয়ারম্যান প্রার্থী হয়েছিলেন, তখন মুজিবুর রহামন নামে এক চেয়ারম্যান প্রার্থীর পক্ষে মামুন আল মাসুদ খান কাজ করেছেন। মুজিবুর তৃতীয় হয়েছিলেন। এসব কারণেও গত উপজেলা নির্বাচনে সুমনদের পরিবার আওলাদ হোসেনের পক্ষে কাজ করেছেন বলে সুমন জানিয়েছেন। তবে সুমনের ভাই সম্প্রতি একটি পর্নোগ্রাফির মামলার এজাহারভুক্ত আসামি হয়েছেন। সুমনও আসামী। এ মামলার প্রধান আসামি সুমনের ভাগনে জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি নাজমুল হোসেন হীরা। হীরা বর্তমানে কারাগারে। পর্নোগ্রাফি ও চিনি চোরাচালানের মামলায় হীরাকে গ্রেপ্তার দেখানো হয়েছে বলে জানিয়েছেন সদর থানার ওসি মো. গোলাম মোস্তফা। সুমন ও বাবুল প্রকাশ্যে আসতে পারছেন না বলে সুমন জানিয়েছেন। আর এই মামলার পেছনে মামুন আল মাসুদ খান এবং মুজিবুর রহমানের ইন্দন রয়েছে বলে সুমন অভিযোগ করেছেন। তিনি বলেন, ‘হীরা পর্নোগ্রাফির অপরাধ করলে তার সাথে মা-বাবা আসামি হতে পারতেন। আমরা দুই মামা কেন আসামি হব। আমাদের প্রতিহিংসা করে ফাঁসানো হয়েছে।’
সাবেক উপজেলা চেয়ারম্যান মামুন আল মাসুদ খান সুমনের অভিযোগ অস্বীকার করে বলেন, ‘পর্নোগ্রাফির মামলার বিষয়ে আমার কিছুই জানা ছিল না। সুমনদের পর্নোগ্রাফি এবং চিনি চোরাচালান নিয়ে এলাকাবাসীর মধ্যে ক্ষোভের জন্ম হয়েছে, বিরূপ মনোভাব তৈরি হয়েছে। গত উপজেলা নির্বাচনে সুমনের পক্ষ বদলের কারণে নৌকার পক্ষের লোকজন তার ভাই বাবুলকে সমর্থন করার প্রশ্নই আসে না। দুই নৌকায় চড়তে গিয়ে এখন সব কুলই সুমন হারিয়েছেন। দলের যেসব গুরুত্বপূর্ণ নেতা এক সময় সুমনকে সমর্থন দিতেন, তাঁরাও এখন সুমকে কাছে ভিড়তে দিচ্ছেন না।’
সম্প্রতি ভারতীয় চিনি চোরাচালান ও পর্নোগ্রাফি মামলার সাথে সুমনের নাম চলে আসায় দলের প্রভাবশালী কেউ সুমনের দায় নিচ্ছেন না। আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট জিল্লুর রহমান ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমএ আফজালও বলেছেন, ছাত্র নেতাদের বিরুদ্ধে যেসব অভিযোগ শোনা যাচ্ছে, এসবের দায় কখনই দল নেবে না। আইনী প্রক্রিয়ায় যিনি দোষী সাব্যস্ত হবেন, তার বিচার হবে। এদিকে কেন্দ্রীয় ছাত্রলীগ এসব অভিযোগের বিষয়ে দুই সদস্যের একটি তদন্ত কমিটিও করেছে।