• সোমবার, ০৬ অক্টোবর ২০২৫, ০৪:১১ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :
অনলাইনে কালোবাজারি বেড়েছে কালোবাজারি একই আসন বিক্রি করছে একাধিক যাত্রীর কাছে ১৮ বছর অতিক্রম করায় ২৭ কিশোরী পেলেন সম্মাননা কটিয়াদীতে ৬ দফা দাবিতে স্বাস্থ্য সহকারীদের কর্মবিরতি দ সড়ক চাই (নিসচা) ভৈরব শাখার সভাপতির বিদেশ যাত্রায় ফুলেল শুভেচ্ছা করিমগঞ্জে বিএনপির দলীয় মনোনয়ন প্রত্যাশী এমপি প্রার্থীর আলোচনা সভা ও বৃক্ষরোপণ কর্মসূচি ভৈরবে বিনামূল্যে স্বাস্থ্য সেবা পেল দুই হাজারেও অধিক রোগী এনসিপির অপকর্মের দায় এড়াতে ঐক্যের বিরুদ্ধে গণঅধিকার পরিষদ অষ্টগ্রামে টেলিকম দোকানে চুরি বাড়ছে ছিনতাই-অপরাধ হোসেনপুরে শেখ হাসিনার জন্মদিন পালন করায় গ্রেপ্তার ৩ হোসেনপুরে মাদক সেবনে বাধা দেওয়ায় যুবক খুন

কুলিয়ারচরে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

# মুহাম্মদ কাইসার হামিদ :-
কিশোরগঞ্জের কুলিয়ারচরে উপজেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের বৃত্তি পরীক্ষা-২০২৩ এ বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেয়া হয়েছে।
২৪ জুন সোমবার দুপুরে কুলিয়ারচর জেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা প্রশাসন স্কুল ও চেতনা মানব উন্নয়ন সংস্থাসহ ২১টি কিন্ডারগার্টেন এর সাড়ে ৪শ শিক্ষার্থীকে এ সংবর্ধনা প্রদান করা হয়।
সংবর্ধনা অনুষ্ঠানে উপজেলা পরিষদ চেয়ারম্যান ও ইয়াছির মিয়া ফাউন্ডেশনের কর্ণধার এবং ইলহাম গ্রুপের চেয়ারম্যান আলহাজ্ব ইয়াছির মিয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কিশোরগঞ্জ জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগ সভাপতি বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব মো. জিল্লুর রহমান।
সংবর্ধনা অনুষ্ঠানের উদ্বোধন করেন, উপজেলা নির্বাহী অফিসার ফারজানা আলম।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কিশোরগঞ্জ জেলা পরিষদ সদস্য আব্দুস সাত্তার মাস্টার, কুলিয়ারচর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক শাহ্ মো. ফজলুল হক ও সহকারী উপজেলা শিক্ষা অফিসার ফজলে রাব্বি।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, কুলিয়ারচর উপজেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের সভাপতি মোহাম্মদ মুছা ও সাধারণ সম্পাদক সোহরাব হোসেন হিমেলসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন, কুলিয়ারচর উপজেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশন সাবেক সাধারণ সম্পাদক তানভীর হোসেন।
সংবর্ধনা অনুষ্ঠানটি সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন, ইয়াছির মিয়া ফাউন্ডেশন।
অনুষ্ঠানে বক্তারা, ইয়াছির মিয়া ফাউন্ডেশনের কর্ণধার আলহাজ্ব ইয়াছির মিয়ার এ মহৎ উদ্যোগকে স্বাগত জানিয়ে প্রতিবছর এধরণের সংবর্ধনা দিয়ে কোমলমতি শিক্ষার্থীদের উৎসাহ দেওয়ার আহ্বান জানান।
এসময় আলহাজ্ব ইয়াছির মিয়া তার বক্তব্যে বলেন, তিনি যতদিন বেঁচে থাকবেন ততদিন তার ফাউন্ডেশনের পক্ষ থেকে এ ধরনের সংবর্ধনার আয়োজন করবেন। এছাড়া তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, তিনি মৃত্যুবরণ করার পরও তার পরিবারের সদস্যরা তার ফাউন্ডেশনের পক্ষ থেকে এ ধরনের সংবর্ধনার আয়োজন করবেন।
অনুষ্ঠানে ট্যালেন্টপুলে বৃত্তিপ্রাপ্তদের ১ হাজার টাকা ও সাধারণ গ্রেডে বৃত্তি প্রাপ্তদের মাঝে ৫শ টাকা করে বৃত্তি প্রদান করা হয়। এছাড়া অতিথিবৃন্দসহ কৃতি শিক্ষার্থীদের মাঝে ক্রেস্ট দিয়ে সম্মানিত করা হয়।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *