• শুক্রবার, ১২ সেপ্টেম্বর ২০২৫, ০৯:১৪ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :
ভৈরব চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির বার্ষিক সাধারণ সভা আগামী ১৬ সেপ্টেম্বর বাজিতপুরে ‘জুলাই যোদ্ধা’ রাকিব হত্যার এক মাসেও গ্রেপ্তার হয়নি কেউ, প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন ৬৩ জন কৃষক ঋণ গ্রহন না করেও ঋণ খেলাপী, ভৈরব জনতা ব্যাংকের ম্যানেজারসহ দুইজন বরখাস্ত ইমুতে ৩ মাসের পরিচয়: অতঃপর ধর্ষণ, ধর্ষক গ্রেপ্তার ময়মনসিংহের আওয়ামী লীগ নেতা অনু কিশোরগঞ্জে গ্রেপ্তার কিশোরগঞ্জে ৯ বছর পর হচ্ছে জেলা বিএনপির ত্রিবার্ষিক সম্মেলন কাউন্সিলর ২১০৭ কুলিয়ারচরে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার কটিয়াদীতে মানহীন বিস্কুট খেয়ে দুই শিশু হাসপাতালে তিন প্রতিষ্ঠানকে ৭৫ হাজার জরিমানা এটি কালভার্ট নাকি সেতু মরা নদী আবার মরবে! ভৈরবে বিদ্যালয় ভবন নির্মাণে অনিয়মের অভিযোগ

ফুটবল খেলার মাঠ দখল নিয়ে সংঘর্ষে অর্ধশত দোকান ভাঙচুর আহত ২৫

# মিলাদ হোসেন অপু :-
ভৈরব পৌর শহরের কমলপুর মুসলিমের মোড় এলাকায় ফুটবল খেলার মাঠ দখলকে কেন্দ্র করে সংঘর্ষে ভাঙচুর ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। ২৮ মে মঙ্গলবার বিকাল পাঁচটায় উপজেলা টিএনটি অফিস সংলগ্ন মাঠে প্রথম দফায় ও সন্ধ্যা ৭টায় মুসলিমের মোড় ভৈরব-কিশোরগঞ্জ আঞ্চলিক সড়কে দ্বিতীয় দফায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। খবর পেয়ে ভৈরব থানা পুলিশ ১ ঘণ্টা চেষ্টা চালিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এতথ্য নিশ্চিত করেন ভৈরব থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. সফিকুল ইসলাম।
ওসি বলেন, খেলার মাঠ দখলকে কেন্দ্র করে কমলপুর এলাকার মুসলিমের মোড় পূর্ব পাড়া ও পশ্চিম পাড়া সরকার বাড়ির দুই পক্ষের মধ্যে এ সংঘর্ষ হয়েছে। প্রথম দফায় বিকাল ৫টায় টিএনটির মাঠে সংঘর্ষ বাঁধলে খবর পেয়ে পুলিশ গিয়ে তাৎক্ষণিক পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে সন্ধ্যায় আবার দুই পক্ষ ইটপাটকেল, লাঠি-সোঠা নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। পুলিশ পরবর্তীতে ১ ঘণ্টা চেষ্টা চালিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় এখনো কাউকে আটক করা হয়নি। অভিযোগের ভিত্তিতে পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
জানা যায়, সংঘর্ষের ঘটনায় মুসলিমের মোড় এলাকার কয়েকটি মেটেরিয়েলসের দোকান, বাড়িঘর ভাঙচুর ও লুটপাট করে। এসময় দুই পক্ষের আহত হয় ২৫ জন। আহতদের মধ্যে মুসলিমের মোড় এলাকার বিজয় মিয়া, আমির হোসেন, ইসমাইল, ওমর ফারুক, রাব্বি, হাসান, ইমন, রাকিব, ওমর, ইয়াসিন, শরিফ, আলামিন, শুভ, হিমেল, কিয়াম, আকাশ, মবিনসহ ২০ জন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নেন। এছাড়া অন্যান্য আহতরা বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নেন। এদের মধ্যে গুরুত্বর আহত অবস্থায় বিজয় মিয়াকে ঢাকা পঙ্গু হাসপাতালে রেফার্ড করেন চিকিৎসক।
স্থানীয়রা জানান, ২৫ মে টিএনটি মাঠে ফুটবল খেলার জন্য দুই পক্ষ মাঠে অবস্থান করে। মাঠ সরকার বাড়ির বিশাল, তালহা ও অপূর্বসহ তাদের সহপাঠিরা দখল করে রাখে। এসময় মুসলিমের মোড় এলাকার কিয়াম, রাকিব, হিমেল ও মাহফুজসহ তাদের সহপাঠিরা মাঠে খেলতে না পেরে ফিরে আসে। তবে তাদের মধ্যে এ নিয়ে বাকবিতণ্ডা হয়। ২৬ মে আবারও মুসলিমের মোড়ের ছেলেরা দলবল নিয়ে মাঠ দখল করে। পরে সরকার বাড়ির ছেলেরা মাঠে খেলতে পারেনি। এসময় আবারও উভয় পক্ষের মধ্যে বাকবিতণ্ডা হয়। ২৮ মে বিকাল ৫টায় উভয় পক্ষ মাঠে গেলে মাঠ দখল নিয়ে সংঘর্ষ বাধে। এসময় মুসলিমের মোড়ের বিজয় নামে এক যুবককে সরকার বাড়ির ছেলেরা মারধোর করে গুরুত্বর আহত করে। ঘটনাস্থলে সাংবাদিকরা গেলেও সরকার বাড়ির ছেলেরা আনন্দটিভি প্রতিনিধির ক্যামেরা ভেঙ্গে দেয়। এসময় সাংবাদিকদের তথ্য সংগ্রহের বাধা দেন। পরে পৌর ৪নং ওয়ার্ড কাউন্সিলর শহিদুল ইসলাম শিমুল ও ভৈরব থানা পুলিশের উপস্থিতিতে বিষয়টি মিমাংসা করতে সবাই সম্মত হয়। রাতেই মিমাংসা করার কথা থাকলেও সন্ধ্যায় উভয় পক্ষ দা, লাঠি, ইট-পাটকেল, বল্লম নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। এসময় উভয়পক্ষ মুসলিমের মোড় সাধারণ মানুষদের কয়েকটি দোকানপাট, বাড়িঘর ভাঙচুর ও লুটপাট করে। ঢাকা-কিশোরগঞ্জ আঞ্চলিক সড়কটিতে দীর্ঘ এক ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনলে যান চলাচল স্বাভাবিক হয়।
মুসলিমের মোড়ের ব্যবসায়ী কাজল মিয়া, তুহিন মিয়া বলেন, দুই এলাকার ঝগড়ায় আমাদের প্রতিষ্ঠানে কেন ভাঙচুর হলো। আমরাতো নিরপরাধ। আমাদের অনেক টাকা ক্ষতি হয়ে গেল।
ব্যবসায়ী ইসমাইল মিয়া জানান, আমার দোকানও ভাঙচুর হয়েছে আমিও আহত হয়েছি। মাঠ নিয়ে ঝগড়া আমাদের ব্যবসা প্রতিষ্ঠানের কি অপরাধ।
৪নং ওয়ার্ড কাউন্সিলর শহিদুল ইসলাম শিমুল জানান, দু’দিন যাবত মাঠ দখল নিয়ে দুই পক্ষের দ্বন্দ্ব চলছে। ২৮ মে বিকাল পাঁচটায় মাঠ দখল নিয়ে সংঘর্ষ বাধে। আমি এসে তাদের মিমাংসা করে দিবো বলে রাতে সময় দেয়। ঘণ্টা খানেক যেতে না যেতে তারা উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ ঘটনায় সাধারণ মানুষদের ব্যবসা প্রতিষ্ঠানের অনেক ক্ষতি হয়ে গেল। এমন চলতে থাকলে এই এলাকার ব্যবসা বিলুপ্ত হয়ে যাবে।
৭নং ওয়ার্ড কাউন্সিলর মোহাম্মদ আলী সোহাগ বলেন, সংঘর্ষের খবর পেয়ে ছুটে আসি। কি নিয়ে ঝগড়া জানা নেই। তবে এখানে সংঘর্ষ বাধলেই মুসলিমের মোড়ের সাধারণ মানুষদের দোকানপাট ভাঙচুর করে যা দুঃখজনক। আমরা দুই এলাকার দুই কাউন্সিলর সমন্বয় করেই থানা পুলিশের সহায়তায় পরিস্থিত নিয়ন্ত্রণে এনেছি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *