# নিজস্ব প্রতিবেদক :-
কিশোরগঞ্জের একটি প্রাইভেট ক্লিনিকে এক শিশুর ভুল অস্ত্রোপচার করা হয়েছিল। মুমূর্ষু অবস্থায় ঢাকায় নিলেও বাঁচানো যায়নি। শিশুটির মৃত্যুর প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও কিশোরগঞ্জে সিভিল সার্জন কার্যালয়ের সামনে বৃহস্পতিবার মানববন্ধন হয়েছে। সিভিল সার্জনের কাছে বিচার দাবি করে স্মারকলিপিও দেওয়া হয়েছে। সিভিল সার্জন ডা. সাইফুল ইসলাম স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক বরাবরে স্মারকলিপির কপি পাঠিয়েও দিয়ছেন। মিছিল ও মানববন্ধনটি করেছেন শহরের গাইটাল রাকুয়াইল এলাকার আইনজীবী, জনপ্রতিনিধি ও বাসিন্দাসহ নিহতের স্বজনরা।
ঘটনার বিচার দাবি করে স্মারকলিপিটি দেওয়া হয়েছে রাকুয়াইল এলাকার বাসিন্দা হোসেন সারোয়ার লিটনের স্বাক্ষরে। স্মারকলিপিতে লিটন লিখেছেন, তাঁর ভাতিজা সারোয়ার এ জামানের চার বছর সাত মাসের একমাত্র পুত্র শামীম ইয়াসার আফফানের কিছুদিন আগে ঠাণ্ডায় গলা ব্যথা এবং কাশি দেখা দেয়। গত ২৪ এপ্রিল শহরের মেডিল্যাব হেলথ কেয়ার সেন্টারের নাক-কান-গলার চিকিৎসক তৌফিকুল হক সুমনের কাছে নিয়ে গেলে তিনি বুকের এক্সরে এবং রক্তের গ্রুপসহ কয়েকটি পরীক্ষা দেন।
পরীক্ষা করিয়ে রিপোর্টগুলো নিয়ে পরদিন আবার ডাক্তার সুমনের কাছে গেলে তিনি এবং অ্যানেসথেশিয়ার ডাক্তার আবু তাহের মিঞা এগুলো দেখে ওই দিনই টনসিল ও অ্যাডিনয়েডের অস্ত্রোপচারের কথা বলেন। নইলে শিশুটির চরম ক্ষতি হয়ে যাবে বলে ভয় দেখান। তখন হোসেন সারোয়ার লিটন এই অবস্থায় দুটি অস্ত্রোপচারে সমস্যা হবে কি না, জানতে চাইলে অস্ত্রোপচারের পর সব ঠিক হয়ে যাবে বলে তাঁরা অভয় দেন।
এদিন রাত ১০টায় অস্ত্রোপচার করেন। অস্ত্রোপচারের পরই আফফানের শ্বাসকষ্ট বেড়ে গেলে অক্সিজেন দিতে হয়। ২৬ এপ্রিল বিকালে শ্বাসকষ্ট প্রকট আকার ধারণ করলে ডা. তৌফিকুল হক সুমন ও আবু তাহের মিঞা শিশুটিকে উন্নত চিকিৎসার জন্য জরুরি ভিত্তিতে ঢাকার স্কয়ার হাসপাতালে নেওয়ার পরামর্শ দেন। এদিনই রাত ১১টায় স্কয়ার হাসপাতালে নিয়ে গেলে মুমূর্ষু অবস্থা দেখে তারা ভর্তি করেনি। অবশেষে মহাখালীর ইউনিভার্সের মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করানো হয়। সেখানকার চিকৎসকরা কিশোরগঞ্জের রিপোর্ট দেখে বলেন, শিশুটি নিউমোনিয়ায় আক্রান্ত। এই অবস্থায় শিশুটির অস্ত্রোপচার করা ঠিক হয়নি। সেখানে ২১ দিন ভর্তি থেকে ১৭ মে সন্ধ্যা পৌনে ৮টায় শিশুটি মৃত্যুর কোলে ঢলে পড়ে।
স্মারকলিপিতে এটিকে হত্যার শামিল বলে দাবি করা হয়েছে। ফলে আগামী সাত কর্মদিবসের মধ্যে শাস্তিমূলক ব্যবস্থা হিসেবে ডা. সুমন ও আবু তাহের মিঞার নিবন্ধন বাতিলের দাবি জানানো হয়েছে। এ নিয়ে কথা বলার জন্য ডা. তৌফিকুল হক সুমনের মোবাইলে একাধিকবার ফোন করলেও তিনি রিসিভ করেননি।
তবে সিভিল সার্জন ডা. সাইফুল ইসলাম জানিয়েছেন, স্মারকলিপির কপি তিনি স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক বরাবরে পাঠিয়ে দিয়েছেন। মহাপরিচালকের নির্দেশনায় এ ব্যাপরে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।