# নিজস্ব প্রতিবেদক :-
কিশোরগঞ্জ শহরের হরিজন পল্লী সংলগ্ন পুকুর ভরাট বন্ধ ও আবর্জনার স্তুপ পরিষ্কারের দাবিতে জেলা মহিলা পরিষদ মানববন্ধন করেছে। ১৮ মে শনিবার বিকালে পুকুর পাড়ে আয়োজিত মানববন্ধনে সংগঠনের নেতাকর্মী ছাড়াও এলাকার বহু নারী অংশ নেন।
জেলা মহিলা পরিষদ সভাপতি অ্যাডভোকেট মায়া ভৌমিকের সভাপতিত্বে মানববন্ধনে সংহতি জানিয়ে বক্তৃতা করেন শিক্ষক সঞ্চিতা ভৌমিক ও সাজ কাকলি। সংগঠনের সাধারণ সম্পাদক আতিয়া হোসেনের সঞ্চালনায় মানববন্ধনে সংগঠনের নেতৃবৃন্দের মধ্যে বক্তৃতা করেন চন্দনা দেবনাথ, অ্যাডভোকেট শংকরী রাণী সাহা, কামরুন্নাহার, মনিকা দাস, বন্দনা দত্ত, বনশ্রী সরকার লাভলী, মনোয়ারা বেগম জলি প্রমুখ।