• মঙ্গলবার, ০৭ অক্টোবর ২০২৫, ১০:২০ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :
ভৈরবে নির্মাণধীন বিল্ডিংয়ের দেয়াল ধসে দুই শিশু গুরুতর আহত বিকল পিকআপের পিছন থেকে আরেক মিনি পিকআপের সজোরে ধাক্কা বাপ ছেলেসহ তিনজন গুরুতর আহত সাবেক রাষ্ট্রপতির ছোটবোন সাবেক উপজেলা চেয়ারম্যান আছিয়া আলম মারা গেছেন জুলাই সনদের অনিশ্চয়তা নিয়ে জুলাই যোদ্ধার আবেগী স্ট্যাটাস দাদার লাশ দেখতে গিয়ে নাতনিও হয়ে গেল লাশ ‘পাতানো নির্বাচন করে পার পাবে না ইউনূসের সরকার নির্বাচন বয়কট করা হবে’ ……… আবু হানিফ ভৈরবে ফাঁসিতে ঝুলে যুবকের আত্মহত্যা নদীপাড়ে শরতের কাশফুলে বিমোহিত প্রকৃতিপ্রেমীরা অনলাইনে কালোবাজারি বেড়েছে কালোবাজারি একই আসন বিক্রি করছে একাধিক যাত্রীর কাছে ১৮ বছর অতিক্রম করায় ২৭ কিশোরী পেলেন সম্মাননা

ভৈরব বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের নিয়ে মেডি ট্যালেন্ট হান্ট প্রতিযোগিতা অনুষ্ঠিত

# নিজস্ব প্রতিবেদক :-
মেডিকেল স্টুডেন্ট অ্যাসোসিয়েশন অব ভৈরব এর আয়োজনে ভৈরব আন্তঃকলেজ বিজ্ঞান বিভাগের ছাত্রছাত্রীদের মধ্যে মেডি ট্যালেন্ট হান্ট প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। এতে বিভিন্ন কলেজের বিজ্ঞান বিভাগের ১৩৭ জন ছাত্র-ছাত্রী অংশগ্রহণ করে। প্রতিযোগিতা শেষে প্রথম ১০ জনকে পুরস্কৃত করা হয়। মেডি ট্যালেন্ট হান্ট প্রতিযোগিতা আয়োজন উপলক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়।
৫ মে রোববার ভৈরব রফিকুল ইসলাম মহিলা কলেজে সংগঠনের সভাপতি সুখন সাজিনদা প্রাপন এর সভাপতিত্ব অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা বুলবুল আহম্মদ, রফিকুল ইসলাম মহিলা কলেজের প্রতিষ্ঠাতা মো. রফিকুল ইসলাম, সংগঠনের উপদেষ্টা ডা. আব্দুল্লাহ আল মারুফ, জিল্লুর রহমান স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ শরীফ উদ্দিন আহমেদ, ভৈরব রফিকুল ইসলাম মহিলা কলেজ অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মো. শহিদুল্লাহ, রফিকুল ইসলাম মহিলা কলেজ পদার্থবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান সাংবাদিক সত্যজিৎ দাস ধ্রুব, সরকারি হাজী আসমত কলেজ গণিত বিভাগের বিভাগীয় প্রধান মো. সেলিম মিয়া, মেডিকেল স্টুডেন্ট অ্যাসোসিয়েশন অব ভৈরব এর উপদেষ্টা ডা. বেঞ্জামিন, ডা.মাসুদ রানা প্রমুখ।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, মেডিকেল স্টুডেন্ট অ্যাসোসিয়েশন অব ভৈরব এর সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম, তথ্য বিষয়ক সম্পাদক সাকিবা উমর, সমাজ কল্যাণ সম্পাদক ফাহমিদা রুবায়েত, আপ্যায়ণ বিষয়ক সম্পাদক সোহানুর রহমান ভূঁইয়া, ক্রীড়া সম্পাদক মাশফিকুর রহমান অর্পণ, সাহিত্য সম্পাদক প্রেমা আক্তার, কার্যকরী সদস্য রাইনান সেলিম অভিক ও রাফি উল আলম প্রমুখ।
সংগঠনটি বিভিন্ন সময়ে জনসচেতনতামূলক প্রোগ্রামসহ ফি মেডিকেল ক্যাম্প, বৃক্ষরোপণ, ফ্রি ব্লাড গ্রুপিং ও ডায়াবেটিস পরীক্ষাসহ নানান ধরণের কার্যক্রমের আয়োজন করে থাকে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *